Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য-সম্মাননা

(কবিতা দিবসে আমার নিবেদন )
কবিতা , দিলাম তোমাকে ছুটি 
 সুস্মিতা 
 শুধু গালে হাত দিয়ে বসে আছি , তারপর হাত স্থান বদল করলমাথার চুল এলোমেলো করে অবশেষে সাদা কাগজের বুকে কলমের আঁক কেটে কি যে বলল ,তা বোঝা গেল না ,এটুকু বুঝলাম সে চলতে চাইছ…



 (কবিতা দিবসে আমার নিবেদন )


কবিতা , দিলাম তোমাকে ছুটি 


 সুস্মিতা 


 শুধু গালে হাত দিয়ে বসে আছি ,

 তারপর হাত স্থান বদল করল

মাথার চুল এলোমেলো করে 

অবশেষে সাদা কাগজের বুকে 

কলমের আঁক কেটে কি যে 

বলল ,তা বোঝা গেল না ,

এটুকু বুঝলাম সে চলতে চাইছে ।

নদ , নদী , পাহাড় , সমুদ্র 

মাঠ , প্রাঙ্গণ গাছ তরুতল

 সব ছুঁয়ে অবশেষে 

থামতে চাইল তোমার কপোলে, 

মিঠে বাতাস বইল কিনা 

জানা নেই ,কান্নায় বুক ভিজল 

কিনা কে জানে ?

 শুধু জানলাম ,

 প্রেম এসেছে নীরবে 

অপ্রেমের হল তবে ছুটি ।

দুজনেই হাতে হাত রেখে ছোটে 

দুজনেরই বড় তাড়া 

মন নিয়ে খেলা করে এরা।  

শরীরের স্বপ্নে বিভোর 

দোলা দেয় ।

দোঁহা মিলে করে লুকোচুরি 

কেউ সায় দিক না দিক

আসে যায় না কিছুই।

জলে ওঠে ঢেউ

ঝরনার জলে কলরোল

মনে ওঠে ঝড় 

জানালায় শব্দ 

 এলোপাথারি হাওয়ায় 

সতর্ক হয়ে  

বন্ধ হয় দ্বার ।

থাক তবে 

কবিতা , আজ তোমাকে 

দিলাম তবে ছুটি ,

শুধু মনে হোক 

তোমার আনাগোনা।