Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বজরং ব্যায়ামাগারের উদ্যোগে রাম নবমী উপলক্ষ্যে উত্তম গোপ স্মরণে বস্ত্র বিতরণ ও রক্ত দান শিবির

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : মেদিনীপুর শহরের আন্যতম প্রাচীন ক্রীড়া ও সমাজসেবা মূলক প্রতিষ্ঠান বজরং ব্যায়ামাগারের উদ্যোগে রাম নবমী উপলক্ষ্যে প্রতিষ্ঠানের প্রয়াত কর্মকর্তা উত্তম গোপের স্মৃতির অনুষ্ঠিত হলো বস্ত্র বিতরণ ও রক্ত…



 নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : মেদিনীপুর শহরের আন্যতম প্রাচীন ক্রীড়া ও সমাজসেবা মূলক প্রতিষ্ঠান বজরং ব্যায়ামাগারের উদ্যোগে রাম নবমী উপলক্ষ্যে প্রতিষ্ঠানের প্রয়াত কর্মকর্তা উত্তম গোপের স্মৃতির অনুষ্ঠিত হলো বস্ত্র বিতরণ ও রক্ত দান শিবির। সোমবার সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক কর্মসূচিতে দুই শতাধিক মানুষের হাতে ক্লাবের পক্ষ থেকে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। অন্যদিকে মঙ্গলবার অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। শিবিরে মোট ৭১ জন রক্তদাতা রক্তদান করেন। শিবিরের উপস্থিত বিশিষ্ট জনেরা উত্তম গোপের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। রক্তসংগ্রহ করেন নয়াগ্রাম ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ।


এই এইকর্মসূচি গুলিতে বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন পুরপ্রধান সৌমেন খান,উপ পুরপ্রধান অনিমা সাহা, কাউন্সিলর সীমা ভকত, কাউন্সিলর ইন্দ্রজিৎ পাণিগ্রাহী, কাউন্সিলর মৌ রায়, কাউন্সিলর সৃজিতা দে বক্সী, কাউন্সিলর মিতালী ব্যানার্জী, কাউন্সিলর সুসময় মুখার্জি, কাউন্সিলর বিপ্লব বসু, কাউন্সিলর চন্দ্রাণী দাস,প্রাক্তন কাউন্সিলর শ্যামল ভকত, রক্তদান আন্দোলনের নেতৃত্ব অসীম ধর,সমাজসেবী অনয় মাইতি,এ ডি বর্মন সহ অন্যান্যরা। ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকতাগণ ও সদস্যবৃন্দ