Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিত: যেন তার গুনগান গাই✍সঞ্জয় কুমার পালতারিখ : ২২/০৪/২০২২ইংরেজী।***************************** এ ভব সংসারে এসেই      জানান দেই কেঁদে,পিতা মাতা আত্মীয়েরা সব      মায়ার ডোরে বাঁধে।
   দিনে দিনে হয় পরিচয়    বিচিত্র…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিত: যেন তার গুনগান গাই

✍সঞ্জয় কুমার পাল

তারিখ : ২২/০৪/২০২২ইংরেজী।

*****************************

 এ ভব সংসারে এসেই 

     জানান দেই কেঁদে,

পিতা মাতা আত্মীয়েরা সব 

     মায়ার ডোরে বাঁধে।


   দিনে দিনে হয় পরিচয়

    বিচিত্র প্রকৃতির সাথে,

 নব নব চেতনা জাগ্রত হয় 

      নিত্য দিবা রাতে।


শৈশব অনেক ভালোই কাটে

     অন্তর থাকে সাদা,

  তার পরেই শরীরটাতে 

    জমে শেওলা কাদা।


কতো রঙের মানুষ ভবে 

    কতো ছলাকলা,

অনেক সময় বুঝেও তা 

 যায় না কাউকে বলা !


যারা ধরে পাপের পথটি 

   গন্ধে শরীর ভরা,

সুজন কভু তাদের ফাঁদে 

   দিতে চায় না ধরা।


অনেকেই আমার দলে 

   সরল পথে চলে,

বাঁকা পথে চলে যারা 

  উল্টো সিদে বলে।


আমার আমি করেই কতোয় 

    কাটাই সারা বেলা,

দূরেই কেবল রাখি তারে 

   আসে পড়ন্ত বেলা।


মনের মাঝে তখন বাজে 

     করুণ সুরে বাঁশি,

নানা রঙের খেলা দেখে 

      মন হয় উদাসী।


স্রষ্টা মোদের হাসান কাঁদান 

     তার হাতেই লাটাই,

  কতো গলি ঘুরে ফিরে 

    শেষ শিক্ষাটা তা-ই।


যে পথেই যে চলিনা কেন 

 শেষে উপলব্ধি একটাই,

টিকে আছি যার করুণায়

  যেন তার গুনগান গাই।

            ************