Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বন্ধুনদেরচাঁদ হাজরা২২.৪.২০২২
বন্ধু খুঁজেছি আমি বারবারচলার পথে এসেছে হাজার৷কেউ থেকে গেছে হাত ধরেকেউ চলে গেছে বহুদূরে৷৷
সশব্দে এসেছে কখনো কেউক্ষনিকের জন্য তুলেছে ঢেউ৷তারপর ভেসে গেছে স্রোতেচলে গেছে ছেড়ে অন্যপথে৷৷
সুখের সময় অনেক মজায়লুট…

 


বন্ধু

নদেরচাঁদ হাজরা

২২.৪.২০২২


বন্ধু খুঁজেছি আমি বারবার

চলার পথে এসেছে হাজার৷

কেউ থেকে গেছে হাত ধরে

কেউ চলে গেছে বহুদূরে৷৷


সশব্দে এসেছে কখনো কেউ

ক্ষনিকের জন্য তুলেছে ঢেউ৷

তারপর ভেসে গেছে স্রোতে

চলে গেছে ছেড়ে অন্যপথে৷৷


সুখের সময় অনেক মজায়

লুটে নিয়ে গেছে কত বিজয়৷

তারপর আপন স্বার্থের টানে

ফেলে চলে গেছে মোরে পিছনে৷৷


সুখের পায়রা অনেকেই হয়

দুঃখেতে ক'জনা যে রয়৷

জেনে রেখো ভাই সেই বন্ধু

হয়ে থাকে মনে সেই যে সিন্ধু৷৷


যারা রয়ে গেছে আজো সাথে

সুখ দুঃখের সকল মালা গেঁথে৷

কষ্টটা দিওনা কখনো তাদের 

বেঁধে রেখো প্রিয় মাঝে হৃদয়ের৷৷


হৃদয় সারথি করো দুঃখের সাথীকে

ভালোবাসা দিয়ে বেঁধে রেখো তাকে৷

হারিয়ে দিওনা যেন স্বার্থের ঠেলায়

ভরে দিও বারেবারে শুধুই মুগ্ধতায়৷৷