সৃষ্টি সাহিত্য যাপন।দৈনিক সেরা লেখনী।বিভাগ:-কবিতা।শিরোনাম:-রাধে।কলমে:-সাধন চক্রবর্তী।তারিখ:-২১-০৪-২০২২।
*************************************রাধে লো তুই আয়তো দেখি শ্যামের বামে রাখি,যুগল প্রেমের সুখ খানি আজ …
সৃষ্টি সাহিত্য যাপন।
দৈনিক সেরা লেখনী।
বিভাগ:-কবিতা।
শিরোনাম:-রাধে।
কলমে:-সাধন চক্রবর্তী।
তারিখ:-২১-০৪-২০২২।
*************************************
রাধে লো তুই আয়তো দেখি
শ্যামের বামে রাখি,
যুগল প্রেমের সুখ খানি আজ
দুচোখ ভরে দেখি।
তুই নাকি লো বৃন্দাবনে
বৃষভানুর মেয়ে,
অবতীর্ণ হলি ধরায়
অষ্টসখী নিয়ে।
কত ই রঙ্গ করলি লো তুই
আয়ান ঘরনী,
দ্বাপরেতে প্রেম শিখাতে
কৃষ্ণ প্রেম ধনি।
কুঞ্জবনে কালার সনে
রাস্ রচালি,
বিশুদ্ধ প্রেমের ঞ্জ্যান
উদ্ধবে শিখালি।
নয়ন কারা রূপের ডালি
কাঞ্চন বরনী,
লম্বা চুলের বেনী খানি
নিস্কাম চাহনি।
মাথায় চুড়া মনোহরা
হস্তের কঙ্কণ,
কর্ণে জোড়া দুলের ছড়া
কনক বদন।
পাশাপাশি নীলকাঞ্চন
বস তো দেখি রাই,
যূগল চরণ হেরি আমার
নয়ন জুড়াই।
*************************************