সৃষ্টি সাহিত্য যাপনষড়ঋতুর কথাডোনা সরকার সমাদ্দার২১•০৪•২০২২
গ্রীষ্মকালে আমটি দুলেবলছে করে মজা,স্বাদে রসে আমি সেরাতাইতো ফলের রাজা।
বর্ষা রাণী জলের তোড়েবলছে ফিসফিস,বাঙালির ঘরে এনেছি আমিলোভনীয় ইলিশ।
শরৎ রাণী হাসছে দেখোকরিয়া দুলি দ…
সৃষ্টি সাহিত্য যাপন
ষড়ঋতুর কথা
ডোনা সরকার সমাদ্দার
২১•০৪•২০২২
গ্রীষ্মকালে আমটি দুলে
বলছে করে মজা,
স্বাদে রসে আমি সেরা
তাইতো ফলের রাজা।
বর্ষা রাণী জলের তোড়ে
বলছে ফিসফিস,
বাঙালির ঘরে এনেছি আমি
লোভনীয় ইলিশ।
শরৎ রাণী হাসছে দেখো
করিয়া দুলি দুলি,
গন্ধে বাতাস মাতছে দেখো
ফুটেছে শিউলি।
হেমন্ত বলে, ওরে আমি
জানি অতি নগণ্য,
তাইতো আমি ঘরে ঘরে
পৌঁছে দিই নবান্ন।
শীত বলে, বুড়ো আমি
করি তাই আয়েশ।
ঘরে ঘরে নতুন গুড়ের
করি পিঠে পায়েস।
বসন্ত বলে, আমি হলাম
ঋতুদের রাজা,
কোকিল পাখি ডাকে আমায়
ভীষণ পাই মজা।
ছ'টি ঋতু আছে বাংলায়
করে প্রভুত্ব।
গ্রীষ্ম হেথায় দীর্ঘজীবী
তারই বেশি রাজত্ব।