Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি  সাহিত্য  যাপনবিভাগ:-কবিতাশিরোনাম:- বৈরিতার অবগুণ্ঠনকলমে:- শিবানী চ্যাটার্জ্জীতারিখ:-২২/০৪/২০২২
পৃথিবীর গায়ে আজ বৈরিতার অবগুণ্ঠন,সুন্দর অবয়বের ওপর চাপিয়ে দেওয়া এক পরাকাষ্ঠা,কেন আজ এই পন্থা?…সুন্দর পৃথিবীর সুঘ্রাণ আজ হার…

 


সৃষ্টি  সাহিত্য  যাপন

বিভাগ:-কবিতা

শিরোনাম:- বৈরিতার অবগুণ্ঠন

কলমে:- শিবানী চ্যাটার্জ্জী

তারিখ:-২২/০৪/২০২২


পৃথিবীর গায়ে আজ বৈরিতার অবগুণ্ঠন,

সুন্দর অবয়বের ওপর চাপিয়ে দেওয়া এক পরাকাষ্ঠা,

কেন আজ এই পন্থা?…

সুন্দর পৃথিবীর সুঘ্রাণ আজ হারিয়েছি সবাই,

নিজস্বতাকে কেড়ে নিয়েছে কৃত্রিমতার উপকরণ,

বারবার প্রশ্নের মাঝে দাঁড়িয়ে উত্তর হয়ে যায় নিখোঁজ।

পৃথিবীর বুকে বৈরিতার যন্ত্রণা যেন সূঁচাগ্ৰ ভেদী,

মুখের ভাষা গেছে হারিয়ে,পৃথিবীর নির্বাক চিত্রের ছবি বুঝিয়ে দেয় সেই অসহনীয় পরিস্থিতির কথা।

আমি চাই নি বৈরিতার উৎসব বোবাকান্নার সুরে,

সাম্য মৈত্রীর জয়ধ্বনির পরিবর্তে বৈরিতার উলুধ্বনি,

 কাঁসর,ঘন্টা সম দামামার শব্দ আজ কর্ণকুহর ভেদী,

ঝরছে রক্তের প্রবাহ এই উৎসবের স্রোতে..

যেন চলছে পাঠাবলি যূপকাষ্ঠে।

করছে অবগাহন পবিত্র স্রোতে সব মানুষ ।

স্তুতি আওড়ায় মন্ত্রমুগ্ধের মতো উন্মত্ত জনতা,

...শান্তির জন্য? 

না, হিংসার দাবানলে আহুতি দিয়ে দেখতে চায় পৃথিবীর জ্বলন্ত চিতার ছাইভস্ম।

 বৈরিতার অবগুন্ঠনের আড়ালে পৃথিবীর ইচ্ছামৃত্যু।