Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ  :- গদ‍্য কবিতা  শিরোনাম  :- তোমার জন‍্যে অধীর অপেক্ষা কলমে :- রুমা মন্ডলতারিখ  :- ২২/৪/২০২২
তোমার  জন‍্যে অধীর অপেক্ষায়  পথ চেয়ে বসে থাকা,
যদি তুমি একবার দেখা দাও তবে জুড়াবে তনুমন ।
আকাশ যখন মেঘলা হল ভাবলাম…

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ  :- গদ‍্য কবিতা  

শিরোনাম  :- তোমার জন‍্যে অধীর অপেক্ষা 

কলমে :- রুমা মন্ডল

তারিখ  :- ২২/৪/২০২২


তোমার  জন‍্যে অধীর অপেক্ষায়  পথ চেয়ে বসে থাকা,


যদি তুমি একবার দেখা দাও তবে জুড়াবে তনুমন ।


আকাশ যখন মেঘলা হল ভাবলাম এবার বুঝি তুমি

আসবে ,


আমার  ভাবনা মনেই থেকে গেল, তুমি মুখ ফিরিয়ে নিলে ।


কি করে পারলে  এত কষ্ট দিতে, তুমি তো পাষাণী নও ,


প্রখর তপন তাপে নির্জন দুপুরে ক্লান্ত, অবসন্ন শরীরে  ঘুম নামে চোখে,


দুপুর গড়িয়ে সন্ধ‍্যে নামে তবুও  তোমার আসার সময় হয় না ,


সন্ধ‍্যার আকাশে  ধ্রুবতারা দেখা দেয় তবুও  তোমার  দর্শন   মেলে না  ।


কবে আসবে তুমি ? কবে  হবে সকল প্রতীক্ষার অবসান !


গতবার এসেছিলে তাড়াতাড়ি , তবে এবার তোমার আসার দেরীর কারন জানালে নিশ্চিন্ত হতাম  ,


হয়তো পথ ভুলে গেছ, কিংবা  মনে রাখতে চাওনা 

আমাদের   ।


হয়তো আমাদের আতিথেওতায় তুমি সন্তুষ্ট  নও ,তাই ফিরিয়ে নিয়েছ মুখ ,


কিংবা হয়েছে তোমার কঠিন অসুখ , অন‍্য কোথাও

বাঁধা পড়েছ তুমি ।


তোমার পরশে  ধন‍্য হবে ধরা, তবু তুমি এখনও রয়ে গেলে অধরা ,


ওগো কালবৈশাখী  চলে যেওনা দূরে, একবার   ফিরে  চাও  ,


কথা দিয়ে কথা রাখো প্রিয়তমা, একটু ভালোবাসো আমাদের ।