Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন 
কবিতা:--- আম্বেদকরকলমে :---বামাপদ মন্ডলতারিখ :---১৪/০৪/২০২২
হে ভারত মহান ! হে ভারতের রত্ন!ভাতৃত্ববোধ শিখিয়েছ তুমি মানুষের করি যত্ন।রামজি সাকপাল ছিলেন তব জন্মদাতা পিতা,যাহার কোলে জন্ম নিলে সেই ভীমা বাই তব মাতা।…

 


সৃষ্টি সাহিত্য যাপন 


কবিতা:--- আম্বেদকর

কলমে :---বামাপদ মন্ডল

তারিখ :---১৪/০৪/২০২২


হে ভারত মহান ! হে ভারতের রত্ন!

ভাতৃত্ববোধ শিখিয়েছ তুমি মানুষের করি যত্ন।

রামজি সাকপাল ছিলেন তব জন্মদাতা পিতা,

যাহার কোলে জন্ম নিলে সেই ভীমা বাই তব মাতা।

ভারতে সর্বদাই জাতিভেদ অস্পৃশ্যতার বাহার ,

তব পিতা-মাতা ছিল নাকি জাতিতে মাহার।

সাম্যতার প্রতীক তুমি দিয়েছ মানবতার অধিকার,

জাতি ধর্ম নির্বিশেষে ফিরিয়ে দিয়েছে সম্মান সবার।

দেশের জন্য করিলে তুমি কত মহান কর্ম,

তুমি শিখেছ দেশের মানুষকে মানবতার ধর্ম।

জীবনে তুমি মানবসমাজে হয়েছ কত লাঞ্ছিত,

দলিত অস্পৃশ্য বলে সমাজে কত হয়েছে বঞ্চিত।

তুমি সমাজ গড়েছ ভুলি তব সব অপমান,

তোমার কাছে ঈশ্বর সৃষ্টি সব মানুষই সমান।

মানুষের সেবায় হয়েছ তুমি মহৎ কর্মে নিয়োজিত,

মানুষে মানুষে বিভেদ তোমার কাছে হয়েছে পরাভূত।

ব্রিটিশদের নাগপাশে যখন ভারতমাতার দুর্ভোগ,

দেশকে উদ্ধারে দিলে স্বাধীনতা আন্দোলনে যোগ।

দলিত মানুষের উন্নয়ন নিয়ে তুমি বলেছ কত কথা

ধর্ম-বর্ণ-জাতিভেদ নিয়ে যখন উচ্চবর্ণের মাথা ব্যাথা।

স্বাধীন ভারতের প্রথম তুমি হয়েছিল আইনমন্ত্রী,

তুমি রচনা করিলে ভারতের সংবিধানের নীতি।

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে থাকবে সমঅধিকার,

কাহারো নৈতিক অধিকার খর্ব করবেনা ভারত সরকার।

হে ভারতের গর্ব মোদের জাতির কান্ডারী,

হুঁশিয়ার করেছ সমাজকে জাতিভেদ প্রথার বিরুদ্ধে ভারী।

আজি তব জন্মদিনে তোমায় স্মরণ করি সকলে,

বিনম্র শ্রদ্ধা জানাই নত মস্তক করি তব পদতলে।