Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

"সৃষ্টি সাহিত্য যাপন"
ইন্দু-  তোমায় বলছি         মনোজ কুমার রথ( ৩০ চৈত্র,১৪২৮; 14-04-2022)--------------------------------------------------------- 
চোখ খুলে চেয়ে দেখো,খুলে মনদ্বার;গলিমুখে কে আছে,হাতে ফুলহার।
খুলে দিও হাসি…

 


"সৃষ্টি সাহিত্য যাপন"


ইন্দু-  তোমায় বলছি

         মনোজ কুমার রথ

( ৩০ চৈত্র,১৪২৮; 14-04-2022)

--------------------------------------------------------- 


চোখ খুলে চেয়ে দেখো,

খুলে মনদ্বার;

গলিমুখে কে আছে,

হাতে ফুলহার।


খুলে দিও হাসিমুখে,

জানলার পর্দা;

করমচা অধরেতে,

শাড়ি, রং জর্দা।


নীরবতা ভাষা পাবে,

প্রেম মহাসিন্ধু;

মুখখানি করে রেখো,

আলোকিত ইন্দু।


ফাল্গুন কেটে গেছে,

কেটে যায় চৈত্ তো;

বকুলের মালা গাঁথা,

হয়ে গেছে সত্য।


দেরি আর সয় না যে,

খোল মধুভান্ড;

গুনগুন করে অলি,

এ কি মহাকান্ড!


কবরীতে ফুল দেবো,

বেল একগুচ্ছ;

চড়়া দামে কিনেছি গো,

কেন ভাবো তুচ্ছ?


পলাশও আছে হাতে,

কর্ণের দুল;

বকুলের মালা দেখো,

খুব হবে ঝুল?


কপালেতে পরে এসো,

টিপ কুমকুম;

নীড় তুলে চেয়ে দেখো,

নয় ঘুম ঘুম।


পরে এসো সেই শাড়ি,

রং দিয়ে অধরে;

ইন্দু, বাড়ি আছো?

দেখো কে সদরে। 


                     

                                   ***   ***

                                    ম.কু.র.