Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম- অভিমানী**********************অভিমানী অবুঝ মন ,চলে কাব্যের সাথে সুদূর পানে।ছন্দ ভাষা শব্দের মালা গাঁধাআছে যে অভিমানীর মনে। জীবনে আর যেটুকু পথ বাকি নাহয় নিজ লক্ষ্যেই থাকি।যে যা বলে বলুক,জীবন জীবনের পথেই…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম- অভিমানী

**********************

অভিমানী অবুঝ মন ,

চলে কাব্যের সাথে সুদূর পানে।

ছন্দ ভাষা শব্দের মালা গাঁধা

আছে যে অভিমানীর মনে।

 জীবনে আর যেটুকু পথ বাকি 

নাহয় নিজ লক্ষ্যেই থাকি।

যে যা বলে বলুক,

জীবন জীবনের পথেই চলুক।

কবে সেই দেখেছিনু মুখখানি,

ঠিক মতো নেইকো মনে ,

হারিয়ে গেছিল শহরের ভীড়ে,

খুঁজিনি কখনো আর তারে।

পড়েছিলাম পৃথিবী নাকি গোল,

ভেবেছিলাম একথা হয়তো ভুল।

 কোনো এক গোধুলী বেলায়,

শহরের ভীড়ে দেখা হলো আবারো

সূর্যাস্তের রক্তিম আলোয় ।

চেনা মুখ একই ভাষা ছন্দে বলা কথা,

অভিমানের ছাপ রয়ে গেছে মুখে,

মনে পড়ে সেই বসন্তের বিকেলে

কতো না পথ হেঁটেছে  নির্জন নিরালায়।

কৃষ্ণচূড়ার তলে বসে কতো মনের কথা বলেছে ,

সেই বৃষ্টির সন্ধ্যায় একছাতার তলে হেঁটেছে ,

আজ কতো কিছুই  মনে পড়ছে ।

বসন্ত এসেছে গেছে অভিমানী মন,

ঝড় বৃষ্টি রোদ মাথায় দিন কাটিয়েছে।

এখন দিনের অন্তিম পর্ব এসে গেছে ,

মেঘের ছায়ায় থেকে এমনি ভাবেই

বুঝি খুশীতে কেটে যাবে বাকি পথ।


   জয়ীতা মিত্র

২২/৪/২০২২