সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ: গদ্য কবিতাশিরোনাম: নীরব যন্ত্রনাকলমে: প্রণব মাহাততারিখ: ২৩/০৪/২০২২
সম্পর্কের খাতায় পিথাগোরাসের গণিত, ছোট্টো জীবন,হিসেব অনেক, সমুদ্রের তলদেশে ব্ল্যাকবক্সের সন্ধান... একটা সকাল শেষ হলো, দুপুর গড়ালো, সন্ধ্…
সৃষ্টি সাহিত্য যাপন
বিভাগ: গদ্য কবিতা
শিরোনাম: নীরব যন্ত্রনা
কলমে: প্রণব মাহাত
তারিখ: ২৩/০৪/২০২২
সম্পর্কের খাতায় পিথাগোরাসের গণিত,
ছোট্টো জীবন,হিসেব অনেক, সমুদ্রের তলদেশে ব্ল্যাকবক্সের সন্ধান...
একটা সকাল শেষ হলো, দুপুর গড়ালো, সন্ধ্যা এলো,
অন্ধকারের সমুদ্রে ডুব দিল সূর্যটা।
পরাজিত জীবন দিন গুনে ঘরের কোণে, প্রেমের কর্কশ ছোবল হৃদয়ে,
স্মৃতির দুয়ারে ভালোবাসার সজ্জিত বাগান, সুসজ্জিত প্রেমের ইমারত,
যন্ত্রনার ছুরির নির্মম অত্যাচার হৃৎপিন্ডের অলিন্দ নিলয়ে,
মস্তিষ্কের মৃত স্নায়ুতে তোমার ছবির ঝলকানি...
ঘনিষ্ঠ আলিঙ্গন মনের ঘোমটার আড়ালে চিমটি কাটে,
রক্তের স্রোতে গঙ্গার উদ্দীপনা, অসম্ভব কষ্ট বুকে।
তবুও বাঁচতে তো হবেই, জীবনের ঠিকানা অজানার গর্ভে...
নিশ্চুপ বেদনার ঢেউয়ে ধমনী কাঁপে, তবুও তুমি নীরব, বড্ড অভিমানী।
____________________