সৃষ্টি সাহিত্য যাপন
এমন কেন বল?,✍️পম্পা ভট্টাচার্যতারিখ২২/০৪/২০২২
এই সোহাগী তোর চোখে আজ তুষার বরফতুই বুঝি খুব ভালোবাসার কাঙাল,আকাশ ছোঁয়া স্বপ্ন দেখিসরামধনু রং গায়ে মাখিসমরমে আবার ভেঙেও পরিসএমন কেন বল?একলা ঘরে কারে লুকাসচোখের কোণে জ…
সৃষ্টি সাহিত্য যাপন
এমন কেন বল?
,✍️পম্পা ভট্টাচার্য
তারিখ২২/০৪/২০২২
এই সোহাগী তোর চোখে আজ তুষার বরফ
তুই বুঝি খুব ভালোবাসার কাঙাল,
আকাশ ছোঁয়া স্বপ্ন দেখিস
রামধনু রং গায়ে মাখিস
মরমে আবার ভেঙেও পরিস
এমন কেন বল?
একলা ঘরে কারে লুকাস
চোখের কোণে জল।
এই সোহাগী তোর চোখে আজ তুষার বরফ
তুই বুঝি খুব একজেদি
বুকের পাথর বুকেই ভাঙ্গিস
নদীর পাড়ে আছড়ে পড়ে দাঁড়াস আবার উঠে
কষ্টে আবার মূর্ছা যাস
এমন কেন বল?
একলা ঘরে কারে লুকাস
চোখের কোণে জল।
এই সোহাগী তোর চোখে আজ তুষার বরফ
তুই বুঝি খুব আবেগী
আপন করিস খুব সহজে অবিশ্বাসী যারা,
মায়ার বাঁধনে ঝরাস বুঝি জলোচ্ছ্বাসের ধারা।
রবি কিরণে পুড়ে যে মন ভাবিস কি কখনো
সুর হারানো জীবন যে তোর এমন কেন বল?
একলা ঘরে কারে লুকাস
চোখের কোণে জল ।