Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনামঃ এক বিন্দু পৃথিবীকলমে-স্বপ্না ভট্টাচার্য্যতারিখ -২০/৪/২০২২
যদি কেউ আমায় বলো ভালো,      পায় যে ভীষণ হাসি।খারাপ আমায় বললে তবে,      আমি যে ভীষণ খুশি।
বলো যদি কেউ সুন্দরী আমায়,         আর খুশি হই নাতো।বর…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনামঃ এক বিন্দু পৃথিবী

কলমে-স্বপ্না ভট্টাচার্য্য

তারিখ -২০/৪/২০২২


যদি কেউ আমায় বলো ভালো,

      পায় যে ভীষণ হাসি।

খারাপ আমায় বললে তবে,

      আমি যে ভীষণ খুশি।


বলো যদি কেউ সুন্দরী আমায়,

         আর খুশি হই নাতো।

বরং তোমরা বোলো আমায়,

        দেখতে আমি খুঁতো।


সহজ সরল বললে কেউ,

       জানি মিথ্যে বলছে।

সামনে আমায় ভালোবেসে,

       পিছনে গালি দিচ্ছে।


আগের মতো কান দুটো আর,

       শুনতে চায়না ভালো।

 কারণ, সব ভালোর পিছনে যে,

        লুকিয়ে আছে কালো।


আমার কে প্রশংসা করছে,

        কেই বা করছে নিন্দে,

এসব নিয়ে এখন আমি,

       আর থাকিনা দ্বন্দ্বে।


কেউ ছিলোনা কখনো কোনদিন,

        তবুও ভাবতাম আছে।

খারাপ সময় এসেছে যখন,

        মুখোশ গুলো খুলে গেছে।


বেঁচে থাকার সব রাস্তাই,

         বন্ধ যখন হয়,

তখনই মানুষ আত্ম হননের,

        রাস্তা বেছে নেয়।


কি খেয়ে মরলো রে- সে?

       কেন! রেলে দিলো গলা?

এ-সব যত প্রশ্ন নিয়ে,

       মানুষের ছলা- কলা।


মৃত্যুর পর পোস্টমর্টেম দ্বারা,

         করে বিজ্ঞান কারণ যাচাই।

   মুখ্য কারণ চাপা পড়ে যে,

        গৌন নিয়েই হয় হইচই।


বেঁচে থাকতে মনের দরজায়,

        দিলনা কেউ নাড়া।

মরার পরে শরীরটা নিয়ে,

       করে দেখো কাঁটা ছেঁড়া।


গোটা পৃথিবী আমার কাছে,

        এখন একটি বিন্দু।

চার দিকটা শূন্য আমার,

        একাই পার হব ভব-সিন্ধু।