Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনআসল নকলপ্রমীলা মৈত্র 
আসলে আমরা সবাই অল্প বিস্তর মুখোশ ধারীনিজের যা কিছু মন্দ দিতে চাই চাপা চাদরে।ঘুমের ঘরে থাকনা নিরবে।
যাদের মাঝে শান্তি খুঁজি তারা কী করে না ছলনা?ভালোবাসার জাল বিছানোবোঝা যায় না কখন আটকে  যাবে …

 


সৃষ্টি সাহিত্য যাপন

আসল নকল

প্রমীলা মৈত্র 


আসলে আমরা সবাই অল্প বিস্তর মুখোশ ধারী

নিজের যা কিছু মন্দ দিতে চাই চাপা চাদরে।

ঘুমের ঘরে থাকনা নিরবে।


যাদের মাঝে শান্তি খুঁজি তারা কী করে না ছলনা?

ভালোবাসার জাল বিছানো

বোঝা যায় না কখন আটকে  যাবে মাকড়সার জালে।


ভালোবাসা তখন মুখোশের আড়ালে।

ফন্দিবাজদের ফন্দি হাসির আড়ালে দূরন্ত অভিসন্ধি।

অচেনা হয়ে যায় সবাই।


এটাই আসল নকলের তফাত 

রাত দিনের মত একটা খেলা।ছু-কিত কিত ছূঁতে পারলে তোমার জিত

না হোলে হার।


আলো আধারির খেলা।

আমি খেলি তুমি খেলো।

ধরতে পারলে বাজিমাত


চেনা-জানা লুকিয়ে থাকে মুখোশে।

যে মুখোশ আসলকে নকলে ঢেকে দেয়।

দুঃখটাকে হাসি দিয়ে  ঢেকে ভুলে থাকি সুখের অলিক স্বপ্নের আবরনে।