সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম--সময় করছে দংশনকলমে-উমা দাস21/4/22কি পেয়েছি,কি হারিয়েছি হয়নি হিসেব করাঅজস্র কাজের ভিড়ে ব্যস্ততা দিয়েছে তাড়া।সময়টুকু পাইনি হাতে একটু পেছন ফিরে দেখাজীবনের অপরাহ্নে এসে বুঝেছি আমি ভীষণ একা।নিজের সুখকে দিয়ে …
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম--সময় করছে দংশন
কলমে-উমা দাস
21/4/22
কি পেয়েছি,কি হারিয়েছি হয়নি হিসেব করা
অজস্র কাজের ভিড়ে ব্যস্ততা দিয়েছে তাড়া।
সময়টুকু পাইনি হাতে একটু পেছন ফিরে দেখা
জীবনের অপরাহ্নে এসে বুঝেছি আমি ভীষণ একা।
নিজের সুখকে দিয়ে বলিদান
করেছি শুধু অন্যের সুখের সন্ধান।
ইচ্ছে করে শুন্য থেকে আবার শুরু করি
নিজের খুশিমতো ফেলে আসা দিনগুলোকে জুড়ি।
নতুন ভাবে কাটাবো আবার পঞ্চাশ
সময় করছে দংশন ,তবুও মনে জাগে আশ্বাস।
মেতে উঠবো নব হিন্দোলে
আগামীর নব অনুপলে।
কিন্তু হেরে যেতে হবেই সময়েই কাছে
কারণ বার্ধক্য বাসা বেঁধেছে শরীরের আনাচে -কানাচে।
যেতে হবে চলে যেতে হবে সময়ের কাছে চুপটি করে
নতুন প্রবেশের পথ ভীষণ নড়বড়ে।
শুধু চাপা পড়ে থাকবে সুপ্ত অনুভূতির কথা
ঈশ্বরের তৈরি সময় মন্দিরে চুপটি করে বসা।