Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য-সম্মাননা

শিরোনাম ۔۔۔۔স্বপ্নের উড়ান কলমে ۔۔۔۔۔প্রবীর চক্রবর্তী লেক গার্ডেন্স , কলকাতা ৪৫ তারিখ ۔۔۔۔۔তেইশে চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ 
নিজেকে নিজেই বলি স্বপ্নের ফেরিওয়ালা ,স্বপ্ন পূরণের তরে অনন্ত পথ চলা , মাঝে মাঝে কিছু কিছু মনের কথা তোমাদের বলা ,স…

 


শিরোনাম ۔۔۔۔স্বপ্নের উড়ান 

কলমে ۔۔۔۔۔প্রবীর চক্রবর্তী 

লেক গার্ডেন্স , কলকাতা ৪৫ 

তারিখ ۔۔۔۔۔তেইশে চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ 


নিজেকে নিজেই বলি স্বপ্নের ফেরিওয়ালা ,

স্বপ্ন পূরণের তরে অনন্ত পথ চলা , 

মাঝে মাঝে কিছু কিছু মনের কথা তোমাদের বলা ,

সারাটা কখন শুধুই ডানা মেলে ওই আকাশে 

অনন্ত পথ উড়ে অবিরাম উড়ে চলা ,

এই সাতান্ন পার করে আটান্নর পথে দিয়েও আজ ও তোমার আমার দুজনেরই স্বপ্ন পূরণের তরে 

কিছু সুপরিকল্পিত লক্ষ্য নিয়ে চলা

আমার অবিশ্রান্ত পথ চলা ,

উড়ে চলা আর উড়ে চলা |

মাঝে মাঝে মনের ক্লান্তিটা একটু দূর করতে 

তোমাদের সাথে চলে এই একটু কথা বলা |

সোশ্যাল মিডিয়ায় আসি 

হাসি মজা গান নিয়ে 

থাকতে আমি বড্ডো ভালোবাসি ,

তার ই মাঝে তোমরাও জুড়ে দাও 

নানান ফেসবুক পরিবারে ,

বছর দুয়েক আগে এমন ই 

করে জুড়ে গেলাম স্বপ্নের পরিবারে ,

পর পর দুই বছর লাগাতার 

দুই হাত ভরে দিলে 

পুরস্কারে পুরস্কারে আর পুরস্কারে |

আবার শুধুই মাত্র আমি একটা রাজনৈতিক দলের সদস্য সমর্থক হওয়ার অপরাধে 

সদলবলে আক্রমণ অপমানে তোমরা 

জর্জরিত ক্ষত বিক্ষত করো মোরে |

ভেবেছিলে তোমরা চুরমার ছিন্ন বিছিন্ন করে 

শেষ করে ফেলবে মোরে ,

সাহিত্য প্রেমীর মেকি মুখোশ পরে ,

নিছক নিজেদের স্বার্থ চরিতার্থ করবার তরে ,

তোমরা ধর্মের ভেদাভেদ কে দেখো বড় করে ,

চলো প্রতিনিয়ত মানুষকে কাদা ছুঁড়ে |

প্রতিবাদে বেরিয়ে এলাম ওই 

অর্থলোলুপ পাষণ্ডদের পরিবার ছেড়ে ,

চেয়ে চেয়ে দেখো তোমরা আজ মোরে ,

আমি কিন্তু একফোঁটাও যাই নি হেরে ,

আদৌ স্বপ্নের নয় ,

তোমাদের ওই দুঃস্বপ্নের পরিবার ছেড়ে ,

আমি আজ গেছি উড়ে 

এই দেশের সীমানা ছেড়ে ,

ডানা মেলে ওই সুদূরের 

আকাশ টা জুড়ে ,

মন কলমের ডানায় ভর করে ,

আপন আপন লেখনীরে 

নিয়ে সাথী করে ,

দেশের সীমানা ছাড়িয়ে ওই সুদূরের দেশান্তরে ,

চেয়ে চেয়ে দেখো তোমরা 

কেবল আজ মোরে ,

আমি কিন্তু আদৌ যাই নি হেরে ,

ই -পত্রিকার হাত ধরে 

আমার লেখনী আজ আছে ডানা মেলে বিশ্বজুড়ে |

বিশ্বমাঝে যোগে যেথায় বিরাজো ,

সেইখানে যোগ তোমার সাথে আমারও ,

আজ দেখি দেখি 

তোমরা কেমন হারাতে পারো মোরে |