Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য-সম্মাননা

কবিতা--পোষা ময়না  অজয় চক্রবর্তী  ০৭ ০৪ ২০২২
  খাঁচা খুলে ছেড়ে দিলাম দাদুর পোষা ময়না,  দরজা-জানলা সবই খোলা তবুও সে তো যায় না।  ভেবেছিলাম বন্দিজীবন মুক্ত স্বাধীন হবে,  মুখের দিকে তাকিয়ে ময়না কি যেনো সব ভাবে।
  নাম দিয়েছেন দ…

 


কবিতা--পোষা ময়না

  অজয় চক্রবর্তী

  ০৭ ০৪ ২০২২


  খাঁচা খুলে ছেড়ে দিলাম দাদুর পোষা ময়না,

  দরজা-জানলা সবই খোলা তবুও সে তো যায় না।

  ভেবেছিলাম বন্দিজীবন মুক্ত স্বাধীন হবে,

  মুখের দিকে তাকিয়ে ময়না কি যেনো সব ভাবে।


  নাম দিয়েছেন দোলনচাঁপা দাদু পাখিটার,

  দুলে দুলে বলতো কথা এখন বয়স ভার।

  বাড়ি ছেড়ে একে একে সবাই গেল চলে,

  দোলনচাঁপা আগের মতই দুলে কথা বলে।

  

  কেউ চলে যায় আঘাত দিয়ে আত্ম সুখের লাগি,

  দূরে কোথাও গেছে চলে বাবা-মাকে ত্যাগী।

  দাদু গেছেন দিদাও গেছেন চিরদিনের তরে,

  দোলনচাঁপা বসলো গিয়ে নিজের খাঁচা ঘরে।


  বনের ময়না মনের মধ্যে স্থায়ী আসন পাতা,

  সকল কিছুই বুঝিয়ে দেয় তার এমন নীরবতা।

  মানুষ গুলো খুব সহজেই চলে গেল ছেড়ে,

  দোলনচাঁপা ছেড়ে দিলেও গেল না তো উড়ে।


  ছোট্ট তাতাই দৌড়ে এসে জড়িয়ে ধরে খাঁচা,

  দোলন বলে ওরে তাতাই তুই আমারে বাঁচা।

  তোদের ছেড়ে বনে বনে থাকবো কেমন করে?

  আঁচল চাপা মুখে মায়ের দুচোখ জলে ভরে।