Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য-সম্মাননা

স্বপ্নের কান্নাকুমকুম চৌধুরী
রাতের আঁধারে থেকে থেকে নিষিদ্ধ পল্লীর কান্না পাক দিয়ে ওঠেশুনতে পাই নিশির ডাক ওদের অন্তরমহল থেকে।একটা নিভু নিভু স্বপ্ন মেখে চোখেআমি রাত পাহারা দিই তোমার বুকের ওই ধুকপুক শব্দে।ঘুম এলেই স্বপ্ন এসে পিছন ডে…

 


স্বপ্নের কান্না

কুমকুম চৌধুরী


রাতের আঁধারে থেকে থেকে নিষিদ্ধ পল্লীর কান্না পাক দিয়ে ওঠে

শুনতে পাই নিশির ডাক ওদের অন্তরমহল থেকে।

একটা নিভু নিভু স্বপ্ন মেখে চোখে

আমি রাত পাহারা দিই তোমার বুকের ওই ধুকপুক শব্দে।

ঘুম এলেই স্বপ্ন এসে পিছন ডেকে যায় 

বলে ঘুমাসনা,এখনো ঘুমের সময় হয়নি

রাত পাখিটা ইঁদুর জন্ম নিয়েছে বেকার

ইঁদুর দৌড়ে কি কিছু পাওয়া যায়?

গাছের নিচের মাটি খুঁড়ে শুধু শুধু স্তূপাকার করছে

গাছেরা বরাবরই নীরবতা প্রিয়।

নীরব থাকতে থাকতেই একদিন হুড়মুড়িয়ে ভেঙে পড়বে গাছটা,

ভাঙ্গনের খেলায় মেতেছে ইঁদুর

বৃক্ষ হত্যার খেলায় মেতেছে।সন্ধ্যা নামতে বেশি দেরি নেই

সন্দেহ নিরসনের সঠিক কোন সূত্র হয়না,সত্যি ঘটনার কোন ডেমো দেওয়া যায়না।

সত্যি কথা প্রমান না দিতে পারা ভয়াল কালরাত্রির মত,ঈশ্বরের অভিশাপ বুকে দীর্ঘশ্বাস।

শৈশবের মাটিতে কেঁচো ছিল তাই এখনও মুখে সেলাই,বুকের দরজা হাট।

 শুধু পিছন দরজার অনুসন্ধান আর বুকের মাঝে চাঁদ নেমে আসার অপেক্ষা।