নন্দীগ্রামঃ পশ্চিমবঙ্গের সর্বত্র থানাগুলোকে পার্টি অফিসে পরিণত করা হয়েছে। থানার লোকেরা ভয়ে থাকে। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকে রাজ্যের শাসক দলকে এমন ভাবেই কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন …
নন্দীগ্রামঃ পশ্চিমবঙ্গের সর্বত্র থানাগুলোকে পার্টি অফিসে পরিণত করা হয়েছে। থানার লোকেরা ভয়ে থাকে। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকে রাজ্যের শাসক দলকে এমন ভাবেই কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই। কোন কিছু ঘটলে মুখ্যমন্ত্রী বলেন ছোট ঘটনা। এসব করে প্রশাসন এবং মিডিয়াকে চাপে রাখছেন। রাজ্যের প্রশাসনিক কর্তী যিনি, তিনি রাজনীতির ঊর্ধ্বে না উঠে নিরশন করেন, তাহলে দুর্বৃত্তরা বেপরোয়া হয়ে উঠবেই।" রামনবমীর পরে আজ নন্দীগ্রামে ব্রাহ্মণ সেবার কর্মসূচিতে উপস্থিত হন শুভেন্দু। আর সেখানেই এমন কটাক্ষ করেন তিনি।