নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..... নানা কর্মসূচির মধ্য দিয়ে মেদিনীপুর শহরে অবস্থিত পাহাড়িপুর বালিকা বিদ্যালয় তাদের গৌরবময় ১২৫ বর্ষ উদযাপন করছে। এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার ও বৃহস্পতিবার দুদিন ধরে বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গণিত…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..... নানা কর্মসূচির মধ্য দিয়ে মেদিনীপুর শহরে অবস্থিত পাহাড়িপুর বালিকা বিদ্যালয় তাদের গৌরবময় ১২৫ বর্ষ উদযাপন করছে। এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার ও বৃহস্পতিবার দুদিন ধরে বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গণিত ও বিজ্ঞান বিষয়ক কর্মশালা। কর্মশালার শুরুতে সবাইকে স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাধারানী খাঁড়া। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড.মাখনলাল নন্দ গোস্বামী, ড.শীতাংশু শেখর প্রধান, ড.দুলাল কুমার দে, ড.মণিমোহন মন্ডল,ড.হিমাদ্রী শেখর মন্ডল প্রমুখ। "অভিজ্ঞতার মাধ্যম বিজ্ঞান শিক্ষা", "খাদ্যে ভেজাল সনাক্তকরণের সহজ উপায়" এই বিষয় গুলি সহ অন্যান্য বিষয় আলোচকগণ আলোচনা করেন। কর্মশালায় বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করে।