Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য-সম্মাননা

ঝড়ের বিকেলেকলমে :-নীল ধ্রুবতারা০৮/০৪/২২হারিয়ে যাওয়া ফাইল কিম্বা ভুলে আসা পথ,কখনো ভাবনার আগুন লাগানো বিবেক-আবারো একটা দিন কিছু টা মুছে যাওয়া স্মৃতি;অলীক কল্পনা ঝেড়ে ফেলে সত্যের সন্ধানে একটুকরো সুখ,বিশ্বাসের দ্বৈরথে চেপে ভাবনা…

 


ঝড়ের বিকেলে

কলমে :-নীল ধ্রুবতারা

০৮/০৪/২২

হারিয়ে যাওয়া ফাইল কিম্বা ভুলে আসা পথ,

কখনো ভাবনার আগুন লাগানো বিবেক-

আবারো একটা দিন কিছু টা মুছে যাওয়া স্মৃতি;

অলীক কল্পনা ঝেড়ে ফেলে সত্যের সন্ধানে একটুকরো সুখ,

বিশ্বাসের দ্বৈরথে চেপে ভাবনার পাহাড়ে ওঠি,

অনিমেষ চোখ স্বপ্ন দেখে সবুজ তৃণভুমির-

হাজার বছরের জারণ বিজারণে সৃষ্টি সুখ!

বয়ে যাওয়া সময়ের স্রোতে হারিয়ে গেছে বাসনা,

চড়াই উৎরাই পেরিয়ে গেলেও অবিশ্বাস্য চোরাস্রোত আবারারো টেনে নামায়,

কতো স্বপ্নছিল বাসনার আতুড় ঘরে-

বৈভব আর বৈষম্যের দাঁড়িপাল্লা সমান ওজনের মন নিয়ে ওজন করেছে;

বিশ্বাসের নিঃশ্বাস নিতে কষ্ট হয় নিরবতার বেদুইন আকাশে;

ঐযে পুবালী হাওয়া এসে বলে গেলো সে এখন অক্সিজেন সরবরাহ করা বন্ধ করেছে,

সেদিন থেকেই হৃদয় 💓 জুড়ে হাহাকার!

বোষ্টমী যেমন করে সযত্নে তার কন্ঠে তুলশী ধারন করে,

এই নিরন্ন বৈকালিক জীবনেও হয়তো একটা অপেক্ষার মালা হয়ে আটকে আছে আজো,

কিছু কথা কিছু টা সময়ের আবেগ আজকের বিকালটা রাতের অন্ধকারে ছেয়ে গেছে,

কালবৈশাখীর মাতন হয়েছে মনের আকাশ জুড়ে,

ধুলো খড়কুটোর মতো করেই সাজানো বিকেল টা হারিয়ে গেছে সেদিনের তান্ডবে