Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য-সম্মাননা

কবিতা- নির্জন পথেকলমে- বিভা মিত্র ভদ্রতা- ০৯/০৪/২২
কুয়াশা ঘেরা সবুজ বনানী পথে হেঁটে চলেছি একা......"""
না শীতের কুয়াশা নয়। ঝর্ণার জল পাথরের গায়ে ধাক্কা লেগে অসংখ্য জলকণা বাষ্পাকারে কুয়াশার সৃষ্টি করেছে। আর সেই ক…

 


কবিতা- নির্জন পথে

কলমে- বিভা মিত্র ভদ্র

তা- ০৯/০৪/২২


কুয়াশা ঘেরা সবুজ বনানী পথে হেঁটে চলেছি একা......"""


না শীতের কুয়াশা নয়। ঝর্ণার জল পাথরের গায়ে ধাক্কা লেগে অসংখ্য জলকণা বাষ্পাকারে কুয়াশার সৃষ্টি করেছে। আর সেই কুয়াশায় ভিজিয়ে দিয়ে যায় সারি সারি দেবদারু গাছ আর কিছুটা পথ।


সেই ভেজা পথে দেবদারু গাছের ছায়ায় ছায়ায় পাহাড়ের কোল ঘেঁষে হেঁটে চলেছি একা।

নীরবে কত কথা বলে চলেছি আপন মনে নিজের সাথে।

কোথায় যাচ্ছি? কেন যাচ্ছি? জানিনা কিসের সন্ধানে ?

শুধু দু'চোখ ভরা উৎসুক আর একবুক ভরা তাজা নিঃশ্বাসে ভর করে চলেছি অচেনা পথে।

কি এক অদ্ভুত অনুভুতি হচ্ছিল দেহে এবং মনে তা বলে বোঝানো যাবে না।

পথের উপর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে হলদেটে, তামাটে স্তুপাকৃত ঝরাপাতা। এই শুকনো বিবর্ণ কুঁচকে যাওয়া ঝরাপাতা গুলি যেন কিছু বলতে চাই। 

অনেক পুরনো স্মৃতি, কথা,ব্যথা যেন মনে করিয়ে দেয়।

একদিন ওরাও ছিল তরতাজা সবুজে ভরা। ফুরফুরে খুশির হাওয়ায় অনর্গল দোল খেলে যেত।

আজ ওরা নিছকই ঝরাপাতা। আজ আর ওদের নেই কোনো কদর। 

সকলে মরমরিয়ে পায়ে দলে চলে যায় বুকের উপর দিয়ে নিতান্তই অবহেলায়।

আমি সেই পাতাঝরা কান্নার শব্দ শুনতে পাই। শুনতে পাই ওদের মর্মর নিঃশ্বাসের শব্দ।


ওগো ঝরাপাতা! আজ আমিও তোমাদের দলে বড় অসহায়!

জীবন থেকে হারিয়ে যাচ্ছে একটু একটু করে বসন্ত বেলা। জানি ঋতু বসন্ত ফিরে এলেও জীবনের বসন্ত আর কোনদিন 'ই ফিরে আসবে না। শুধু রয়ে যাবে মনের গভীরে ভালোবাসার অন্তরালে।

জানি শরীরের রঙ বিবর্ণ হলেও মনের রঙ কখনো ফুরায় না বিবর্ণ হয়না।

হয়তো তুমি সাথে থাকলে এই পথ চলাটা অন্যরকমই হোতো।

ভেবে ছিলাম দুজনে হাত ধরে একসাথে হেঁটে যাব এই নির্জন পথে। হারিয়ে যাব দূর....! দূর....! দূর.....! সীমানায়......"""।

যেখানে নীল আকাশ ছুঁয়েছে মাটির পৃথিবীকে।


আজ সবকিছু কেমন অধরাই রয়ে গেল।