Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সোশ্যাল মিডিয়ার যোগসূত্রে রক্তদিলেন কল্যাণ জানা..

নিজস্ব সংবাদদাতা, নয়াগ্রাম,ঝাড়গ্রাম......  রক্তের গ্রীষ্মকালীন সংকট শুরু হয়েছে।তাই অনেক ক্ষেত্রেই ব্লাড সেন্টার গুলো থেকে প্রয়োজনীয় রক্ত পাওয়া যাচ্ছে না।ফলে সমস্যায় পড়ছেন রোগীর পরিজনেরা। বুধবার সন্ধ্যায় এভাবেই সমস্যায় প…

 


নিজস্ব সংবাদদাতা, নয়াগ্রাম,ঝাড়গ্রাম......  রক্তের গ্রীষ্মকালীন সংকট শুরু হয়েছে।তাই অনেক ক্ষেত্রেই ব্লাড সেন্টার গুলো থেকে প্রয়োজনীয় রক্ত পাওয়া যাচ্ছে না।ফলে সমস্যায় পড়ছেন রোগীর পরিজনেরা। বুধবার সন্ধ্যায় এভাবেই সমস্যায় পড়েন ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসাধীন নয়াগ্রাম ব্লকের ফুলদহ গ্রামের বছর ৭২ এর পৌঢ়া মেনকা পাত্রের পরিজনেরা। মেনকা পাত্রের চিকিৎসার জন্য প্রয়োজনীয় এ পজেটিভ রক্ত ব্লাড ব্যাংকে না থাকায় তাঁরা সমস্যায় পড়েন। রোগীর পরিবারের শুভানুধ্যায়ী দ্বারিকাপল্লী কে এস শিক্ষায়তনে প্রধান শিক্ষক বিপ্লব দে মারফত  'এ পজেটিভ' রক্তের প্রয়োজনীয়তার খবর পৌঁছায় মেদিনীপুরের বাসিন্দা শিক্ষক সুদীপ কুমার খাঁড়া'র কাছে। তিনি রক্তের প্রয়োজনীয়তার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইলে পোষ্টের পাশাপাশি,সুবর্ণরৈখিক গ্রুপ "আমরকার ভাষা, আমারকার গর্ব"",নয়াগ্রাম গ্রুপ সহ বেশ কয়েকটি গ্রুপে পোষ্ট করেন।সেই পোস্টগুলি অনেকে শেয়ার করেন।সেই পোষ্ট দেখে রেসপন্স করেন নয়াগ্রাম ব্লকের বাসিন্দা যুবক অর্পণ পানিয়া। অর্পন বাবুর সাথে সুদীপবাবুর ফোনে যোগাযোগ হয়।অর্পণবাবু জানান, বৃহস্পতিবার সকালেই ডোনারের ব্যবস্থা হয়ে যাবে।অর্পণবাবুর যোগসূত্রে বৃহস্পতিবার সকালে নয়াগ্রাম ব্লাড সেন্টারে গিয়ে রক্তদান করেন খড়িকার যুবক কল্যাণ জানা। রোগীর পরিজনেরা রক্তদাতা সহ ডোনার খোঁজার সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানান। উল্লেখ্য এছাড়াও আরও দু-একজন রেসপন্স করে রক্তদানে আগ্রহ দেখিয়েছিলেন।