Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম : আদিবাসী গ্রাম।✍️ রাজা চক্রবর্তীতারিখ : ১০/৫/২২.
নদীর পাড়ে সূর্য ঢলে,আদিবাসী গ্রামে রাত্রি নামে,চাঁদের আলোয় মনটা ভরে,কোমল হাসি আর মাদলের তালে।
হঠাৎ করে গেয়ে উঠি হৃদয় ভরা গান,সেই গানেতে মরমীয়ার হৃদয়…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম : আদিবাসী গ্রাম।

✍️ রাজা চক্রবর্তী

তারিখ : ১০/৫/২২.


নদীর পাড়ে সূর্য ঢলে,

আদিবাসী গ্রামে রাত্রি নামে,

চাঁদের আলোয় মনটা ভরে,

কোমল হাসি আর মাদলের তালে।


হঠাৎ করে গেয়ে উঠি হৃদয় ভরা গান,

সেই গানেতে মরমীয়ার হৃদয় ভরা প্রাণ।

নদীর পাড়ে সূর্য ডুবে,

জীবনধারা ও তেমন ঢলে।

মোদের জীবন সুখারু রুটি,

অমাবস্যার সমান ।


শিশির ঝরে শুকনো পাতায় ঝনক ঝনক সুরে।

গালে মুখে শিশির মেখে মরমিয়া খেলা করে।

দুটি পাখি উড়ছে দেখো,

আকাশ পানে চেয়ে।

মোদের জীবন চা বাগানে,

হেসে খেলে গেয়ে।


ঝড় বাদলে আঁধার রাতে, ডরাই নাকো মোরা।

ডরাই মোরা পেটের খুদা, বাকি হই না খোঁড়া।

বিহানে মোরা পান্তা চড়াই,

পেঁয়াজ লঙ্কা সাথে।

মোদের জীবন চা বাগানে,

ছেলে পুতো একসাথে।


নদীর পাড়ে সূর্য ওঠে,

আদিবাসী গ্রামে আধার ঘুচে,

নতুন দিনের নতুন আলো,

এভাবেই তাদের জীবন কাটে মন্দ-ভালো।


R.c...@..28/4/22.