Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিগুরুর প্রতিকলমে:মৌমিতা(মিমি)
তুমি কবিগুরু।তোমার থেকেই সৃষ্টি হল নতুন ছন্দ,নতুন গান,নতুন সুরের পথ চলা হল শুরু।তুমি মানে,চির নূতনের স্বপ্ন দেখানূতন আশায় বুক বাঁধা।ভরসা দিলে মনে,সুধা ভরালে প্রাণে-প্রাণে।তোমার রচনার বিগলিত অমৃতধারা…

 


কবিগুরুর প্রতি

কলমে:মৌমিতা(মিমি)


তুমি কবিগুরু।

তোমার থেকেই সৃষ্টি হল নতুন ছন্দ,নতুন গান,নতুন সুরের পথ চলা হল শুরু।

তুমি মানে,

চির নূতনের স্বপ্ন দেখা

নূতন আশায় বুক বাঁধা।

ভরসা দিলে মনে,

সুধা ভরালে প্রাণে-প্রাণে।

তোমার রচনার বিগলিত অমৃতধারা,

জীর্ণ,শীর্ণ বুকে দিল চির নূতনের ডাক।

দিল,যৌবনের উচ্ছ্বাস,

জোগাল নব উদ্যমের বিশ্বাস। 

তুমি যুগান্তের কবি,

নতুনপ্রভাতের স্নিগ্ধ রবি।  

তোমারি সমুজ্জ্বল কিরণ-🙏বিস্তৃত দিক হতে দিগন্তে -

উদ্ভাসিত গগন, তোমার মন্দ্রিত বাণী মন্ত্রে।।

তুমি অনন্য, 

রাজর্ষি, বরেণ্য। 

তোমার অভয়বাণী, 

উদয়ের পথে শুনি। 

যেন,সুউচ্চ শৈলমালার শীর্ষচূড়া হতে ধাবমান স্রোতস্বিনীর পবিত্র ধারায়, শ্রান্তপথিকের আকন্ঠ 

তৃষ্ণা জুড়ায়।

তুমি দেখালে নবদিগন্তের দিশা, 

মেটালে জ্ঞানের পিপাসা। 

তুমি উত্তাল সমুদ্রের কল্লোল, 

নববসন্তে আনন্দ হিল্লোল। 

তপ্ত রুক্ষতার মাঝে তুমি শীতল ছায়া, 

সুরের,বাণীর ঐন্দ্রজালিক মায়া। 

তুমি মানবের অহংকার।। 

বিশ্বমাঝে ধ্রুবতারাসম জাজ্বল্যমান তোমার মহিমান্বিত দরবার।

হে কবি-

তুমি মূর্ত মানবতার ছবি।

লহ প্রণাম

লহ,

লহ প্রণাম🙏


রাজর্ষি কবিগুরুর ১৬১ তম জন্মদিনে আমার শ্রদ্ধার্ঘ্য ।।