Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ - কবিতাশিরোনাম --: অবস্থানের ফেরকলমে--: রবীন্দ্রনাথ প্রধানতারিখ--: ১১/০৫/২০২২----------------------------যে লাঠিটা কাল রাতে  ছিল দাঁড়িয়েবসার ঘরের কোণে দারোয়ান হয়ে, সেটি আজ সকালে মেঝেতে লুটায়, একটি বে…




সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ - কবিতা

শিরোনাম --: অবস্থানের ফের

কলমে--: রবীন্দ্রনাথ প্রধান

তারিখ--: ১১/০৫/২০২২

----------------------------

যে লাঠিটা কাল রাতে  ছিল দাঁড়িয়ে

বসার ঘরের কোণে দারোয়ান হয়ে, 

সেটি আজ সকালে মেঝেতে লুটায়, 

একটি বেড়াল যেন শুয়ে; 

হাওয়ার দাপট কি ছিল রাতে!


পার্থক্য কি দেখি চর্ম চোখে?

দাঁড়ানো লাঠিটা আজ যে শোয়ানো।

বিজ্ঞানের চোখ দেখে -দাঁড়ানো লাঠির স্থিতি শক্তি বেশি, 

শোয়ানো লাঠির স্থিতি শক্তি কম। 

সবই অবস্থানের ফের।


অবস্থানের পরিবর্তন আমাদের শক্তি আনে।

শিরদাঁড়া সোজা বুক চিতিয়ে সামনে দেখা মানে শক্তি বেশি,

তাই আত্মবিশ্বাস যে বেশি, সফলতা নিশ্চিত।

ন্যুব্জদেহ দৃষ্টি মাটির দিকে মানে শক্তিহীন মানসিকতা, অভাব তো আত্মবিশ্বাসের, তাই বিফলতা বেশি।


এসো সবাই অবস্থানের পরিবর্তন করি।

দৈহিক অবস্থানের অপেক্ষা মানসিক অবস্থান পরিবর্তন যে বেশি জরুরি। 

এসো দৃষ্টিভঙ্গিটা বদলে ফেলি, 

হয়তো তখন জীবনটা আরো বেশি অর্থপূর্ণ হবে।

-------------------------------