সৃষ্টি সাহিত্য যাপন
বৈশাখী দিন
স্বপ্না মুখার্জী
১১-০৫-২২
নিঝুম দুপুর শুষ্ক পবনজ্বালছে আগুন অলস প্রহরবৈশাখী দিন তরুচ্ছায়েক্লান্ত চরণ শ্রান্ত নগর ।
পাখ পাখালী তৃষ্ণাকাতররুক্ষ মাটি ফুটি ফাটাজীবন নদী চলছে বয়েকখন জোয়ার কখন ভাঁটা
সুনীল আ…
সৃষ্টি সাহিত্য যাপন
বৈশাখী দিন
স্বপ্না মুখার্জী
১১-০৫-২২
নিঝুম দুপুর শুষ্ক পবন
জ্বালছে আগুন অলস প্রহর
বৈশাখী দিন তরুচ্ছায়ে
ক্লান্ত চরণ শ্রান্ত নগর ।
পাখ পাখালী তৃষ্ণাকাতর
রুক্ষ মাটি ফুটি ফাটা
জীবন নদী চলছে বয়ে
কখন জোয়ার কখন ভাঁটা
সুনীল আকাশ রৌদ্র দহন
জল ঝিরঝির শান্ত ঝিলে
হঠাৎ এলো কালবোশেখী
একফালি মেঘ আকাশ নীলে ।
আনলো বয়ে শীতল বাতাস
কৃষ্ণকলি রূপে অতুল
পথ হারালো পথের বাঁকে
আনমনা মন পথিক বেভুল ।।