আবার আসুক জন্মদিনের রাতসঙ্গীতা ব্যানাজী
মুঠোফোন একাধিকবার আওয়াজ তোলেতুমি চিনেছ মন এই ভেবে কণ্ঠ ভাঙেস্বাগত বক্তব্যের হাত চাঁপা ফুলের তোড়া পাঠায়মিষ্টি পায়েসের অভিনন্দন সুভেচ্ছা রাশিতে উপলক্ষ্য মাতায়ঝিনুকের কারুকার্যে তোমার ঝুল…
আবার আসুক জন্মদিনের রাত
সঙ্গীতা ব্যানাজী
মুঠোফোন একাধিকবার আওয়াজ তোলে
তুমি চিনেছ মন এই ভেবে কণ্ঠ ভাঙে
স্বাগত বক্তব্যের হাত চাঁপা ফুলের তোড়া পাঠায়
মিষ্টি পায়েসের অভিনন্দন সুভেচ্ছা রাশিতে উপলক্ষ্য মাতায়
ঝিনুকের কারুকার্যে তোমার ঝুল বারান্দা উৎসবে সামিনা গড়ে
উজানী সুর পরিপূর্নতায় অনুষ্ঠানের সম্প্রচার সারে
আলোর লম্ফ সুনামী রেস্তোরার পেলবতা উপভোগ করে
উপস্থিত অতিথিরা চিহ্ন হীনে অনাবিল আনন্দের সুখ রচায়
রিমঝিম বৃষ্টি আর বিন্দু বিন্দু ফোয়ারায় কেকের ওষ্ঠ মিলনে ব্যতিক্রমী জন্মদিন সাজায়
ঘিরে থাকা বদনাম আর ধূলোনদীর ঝড় অবৈধ মূহূর্ত সরিয়ে বারবার নতুন অধ্যায়ের রাত নামায়
সাক্ষর রাখে ঢেউ খেলা সাদা চাদরে লাল আবিরের সমাবেশে
সকাল গুলো শিশির মাখে বসুন্ধরার আগুনে সূচয়িত রঙের আবেশে ।।