বাবলু বন্দোপাধ্যায়। কোলাঘাট। ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মী জেলা কমিটির সদস্য অমল মাইতির মৃত্যুতে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে শোকের ছায়া। বছর চল্লিশের বয়সে অমল বাবু কোলাঘাট ব্লকের বিভিন্ন গণআন্দোলনে যুক্ত থেকে অ…
বাবলু বন্দোপাধ্যায়। কোলাঘাট।
ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মী জেলা কমিটির সদস্য অমল মাইতির মৃত্যুতে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে শোকের ছায়া। বছর চল্লিশের বয়সে অমল বাবু কোলাঘাট ব্লকের বিভিন্ন গণআন্দোলনে যুক্ত থেকে অতি অল্প সময়ের মধ্যে প্রচারের শিরোনামে আসে। জানা যায় শনিবার রাতে নিজের ব্যবসায়ীক কাজ শেষ করার পর যখন বাড়ি ফিরছিলেন উলূবেড়িয়া থানার কাছে ছ নম্বর জাতীয় সড়কের উপর পথদুর্ঘটনায় মধ্যে পড়ে । একটি ট্রাক তার গাড়িতে সজোরে ধাক্কা মারলে গাড়ির মধ্য থেকে ছিটকে পড়ে রোডের মধ্যে। ঘটনাস্থলে অমলবাবুর মৃত্যু হয়। রাতে যখন এই খবর বাড়িতে পৌঁছায় স্থানীয় বিজেপি কর্মীরা বাড়ির সামনে জড়ো হতে থাকে, উপস্থিত হন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক দেবব্রত পট্টনায়েক। শোকোস্তব্ধ পরিবারদের সমবেদনা জ্ঞাপন করেন। রেখে গেলেন দুই কন্যা সহ স্ত্রীকে। সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তপন ব্যানার্জি সক্রিয় কর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণ আন্দোলনের একজন সক্রিয় কর্মী কে হারিয়ে।