Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিচিত্র জীবনকলমে - মিঠুন মণ্ডল১২/০৫/২২***************আমার মনে ভাষার মেলাকরছে কেবল খেলা, কথার সাথে মেলাই কথাকেটে যায় যে বেলা।
চরিত্রে মোর বিচিত্রতামনে অভিসন্ধি, ছলনাকেও ছল করি তাইহইনা আমি বন্দী।
গুরুগম্ভীর ভাষার …

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিচিত্র জীবন

কলমে - মিঠুন মণ্ডল

১২/০৫/২২

***************

আমার মনে ভাষার মেলা

করছে কেবল খেলা, 

কথার সাথে মেলাই কথা

কেটে যায় যে বেলা।


চরিত্রে মোর বিচিত্রতা

মনে অভিসন্ধি, 

ছলনাকেও ছল করি তাই

হইনা আমি বন্দী।


গুরুগম্ভীর ভাষার টোপে

করছি তোমায় কাবু, 

ছদ্মবেশে থাকি বলেই

সবাই ভাবে বাবু।


হিজল বনে ঝড় উঠিলে

মুখ লুকিয়ে ভাবি, 

মিছিল মুখো মানুষ গুলোর

কিসের এতো দাবি?


ঘাপটি মেরে মুখটি চেপে

চশমা চোখে দেখি,

ঠান্ডা ঘরে মগজ ধোলাই 

আঁতকে বলি, একি!


সপাটে দুই চর থাপ্পড়

পড়লো গালে কষে

"যেমন আছিস, তেমনি থাক

নাক গলাস না এসে।"


আমি আবার নাছোড়বান্দা

এমনি এমনি ছাড়ি,

হাত দুখানি পেতে দিয়ে

নিলাম ভাগের কড়ি।


বাড়ি গাড়ি সবই হলো

আছে একটু বাকি, 

শপথ নিয়ে বিপথ হয়ে

দেব এবার ফাঁকি।