Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ধর্মা কালাচারাল অ্যাসোসিয়েনের উদ্যোগে কবি প্রণাম

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : রবিবার বৃষ্টি মুখর সন্ধ্যায় মেদিনীপুর শহরের ধর্মা কালচারাল অ্যাসোসিয়েশন উদ্যোগে ঘরোয়া ভাবে কবি প্রনাম অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সংস্থার উপদেষ্টা জ্ঞানেন্দ্রনাথ ভূঞা বাসভবনে। এদিনের বৃষ্টি মুখর সন্ধ্য…

 


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : 

রবিবার বৃষ্টি মুখর সন্ধ্যায় মেদিনীপুর শহরের ধর্মা কালচারাল অ্যাসোসিয়েশন উদ্যোগে ঘরোয়া ভাবে কবি প্রনাম অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সংস্থার উপদেষ্টা জ্ঞানেন্দ্রনাথ ভূঞা বাসভবনে। এদিনের বৃষ্টি মুখর সন্ধ্যায় গঙ্গাজলে গঙ্গা পূজা করার মতো তাঁরই গান - কবিতায় - কথায় - নৃত্যে স্মরন করা হলো কবিগুরুকে। এলাকার কঁচিকাঁচারা ছাড়াও বড়োরাও অংশ নেন এই ঘরোয়া কবি প্রনাম অনুষ্ঠানে ৷ উদ্বোধন করেন প্রাক্তন প্রধান শিক্ষক জ্ঞানেন্দ্রনাথ ভূঞা ৷ কবিগুরর সম্পর্কে সক্ষিপ্ত বক্তব্য রাখেন অধ্যাপক তারাপদ বেরা |


উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের অন্যতম উপদেষ্টা প্রধান শিক্ষক নির্মল সিনহা,সম্পাদক চন্ডীচরন জানা, সভাপতি উত্তম মান্না, প্রধান শিক্ষক সুরেশ পড়িয়া, অধাপক দিলীপ মাইতি, অধ্যাপক অজায় মাইতি, শিক্ষক অনুপম রায়, শিক্ষিকা মৌমিতা বেরা, শিক্ষিকা সুজাতা সামন্ত, শিক্ষিকা অনুশ্রী শাসমল, শিক্ষিকা বর্নালী দে, শিক্ষিকা প্রতিমা ঘড়া, শিক্ষক গুরপ্রসাদ মন্ডল, শিক্ষক সজয় সাহা, শিক্ষক সরোজ মান্না, গ্রন্থগারিক গৌতম মিদ্যা ,শিক্ষক স্বরবিন্দু ভূঞা, সমাজসেবী বিকাশ মাইতি সহ অন্যান্যরা ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দীপঙ্কর দে ও মৌমিতা রায় ৷