Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতাঅতলান্ত আমিকলমে-সুতপা ব‍্যানার্জী(রায়)তারিখ-১১/০৫/২২
আয়নার প্রতিবিম্বে একটা আলুথালু অবয়ব,আচ্ছা মনও কি আয়না হয় সব দোলাচলের,নিপাট সাজানো প্রতিকৃতি যা অন‍্যের চোখে,প্রশংসনীয় উল্লেখ জমা ঘেরা ভিড়ের মাঝে,দিনের শেষে একদম একা,আমার আম…

 




কবিতা

অতলান্ত আমি

কলমে-সুতপা ব‍্যানার্জী(রায়)

তারিখ-১১/০৫/২২


আয়নার প্রতিবিম্বে একটা আলুথালু অবয়ব,

আচ্ছা মনও কি আয়না হয় সব দোলাচলের,

নিপাট সাজানো প্রতিকৃতি যা অন‍্যের চোখে,

প্রশংসনীয় উল্লেখ জমা ঘেরা ভিড়ের মাঝে,

দিনের শেষে একদম একা,আমার আমি,

সেখানে উন্মুক্ত বিশ্লেষণে উঠে আসে স্বয়ং,

যা অন‍্যের চোখে ধরা পড়ে নি এঁটে রাখা

অদেখা খিলের আগলগুলো খুলে যায়,

একটু একটু করে বেড়িয়ে পড়ে ঢেকে রাখা,

সব গোপনীয়তা ,সম্পর্ক,মনের গলিঘুঁজি,

এই আবিষ্কারে ছিটেফোঁটা বিভ্রান্তি নেই,

কৃত্রিমতার রঙ চাপে নি সেই অবস্থানে,

সেখানে মেঘলা আকাশের অশ্রু আঢাকা,

বয়ে বয়ে কুশন ভিজলেও কেউ দেখবার নেই,

যেখানে সুখ ধরা পড়ে অকালবোধনের আনন্দে,

ধেই ধেই নেচে নিলেও কেউ বলবার নেই,

ষোলোআনা আদেখলাপনা দেখ ঐটুকু পাওয়ায়,

বিচারের শক্ত রজ্জু সেখানে ফাঁস হয় না,

আর একটা মন কি খবর রাখে এই আয়নার,

না আলাদা বৃত্তীয় সুখে যে যাকে ঘিরে রাখে,

হয়তো খবর রাখে রোজের কিছু অভ‍্যাসের,

ভুলে যাওয়া কিংবা কৃপণতার বা অকারণ হাসার,

তাই নিয়েই বড়াই করে-"জানি জানি তোমায় জানি,"

তারপর শেষবেলায় আবিষ্কার করে "জানি না,"

তাই তো অনাকাঙ্ক্ষিত বিপদের হানা প্রিয় বৃত্তে,

বা আশা ছাড়াই একজন সত‍্যিকার বন্ধু খুঁজে পাওয়া,

আসলে বৃত্তের কেন্দ্রে যে একান্ত আমির অবস্থান,

তা তার স্বজনদের স্পর্শের বাইরে এক অতলে,

যা মুক্তি পায় চিন্তায়,কৃষ্টিতে,সৃষ্টিতে,মানবিকতায়,

সব অবরোধ ভেঙে যেখানে সুরেলা মূর্ছনা ধরা পড়ে।