Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকাব্যের শ্রাদ্ধবাসরদীপঙ্কর ব্যানার্জ্জী.......................অসুখটা ধীরে ধীরে বাড়ছিলো,মৃত্যু ঘটলো দুদিন আগে৷কবিতার দেহে ছোপ ছোপ কালো,কিছু লোক উল্লাসে জাগে৷কেউ আবার রয় মূহ্যমান৷অসহায়ে দেখে কবিতার লাশ৷এ যেন প্রস…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কাব্যের শ্রাদ্ধবাসর

দীপঙ্কর ব্যানার্জ্জী

.......................

অসুখটা ধীরে ধীরে বাড়ছিলো,

মৃত্যু ঘটলো দুদিন আগে৷

কবিতার দেহে ছোপ ছোপ কালো,

কিছু লোক উল্লাসে জাগে৷

কেউ আবার রয় মূহ্যমান৷

অসহায়ে দেখে কবিতার লাশ৷

এ যেন প্রস্তর যুগের কোনো ক্ষন

মৃতের শরীরে সব পেটায় বাঁশ৷

পথহারা যদি কোনো পাখী,

সুরের আরোপ করা ভুলে যায়৷

চিৎকারে বলে 'গেলো আঁখি'৷

চিল শকুনের দল জড়ো হয়৷

নজরুল, রবী কবি, হেম, মধু,

আকাশের পারে কয় 'হায় হায়'৷

চাটুকারিতায় যত যদু বিধু,

সাহিত্য সন্মান পেয়ে যায়৷


হতে হবে তাকে হোমড়া চোমড়া৷

সাইজেতে হবে পূর্ন দামড়া৷

হ্যাঁ বলে যাবে ভর্তি কামরা৷

বাসরের ধ্বনি ' জয় ' 'জয়'৷৷