Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

(সৃষ্টি সাহিত্য যাপন)#করাতের_শব্দ
যা খুশি লিখতে ইচ্ছে হয় তাই লিখি না লিখে ক'রবো কী কিছু লিখে পোস্ট করি উদ্দেশ্যহীন ভাবে যেভাবে আগে লেটারবক্সে চিঠি ফেলতাম সেখানে অবশ্য একটা উদ্দেশ্য ছিল বাবা-মা জ্যাঠা-জ্যেঠি মাসি-পিসি ঠাকুরমা-…

 


(সৃষ্টি সাহিত্য যাপন)

#করাতের_শব্দ


যা খুশি লিখতে ইচ্ছে হয় তাই লিখি 

না লিখে ক'রবো কী 

কিছু লিখে পোস্ট করি উদ্দেশ্যহীন ভাবে 

যেভাবে আগে লেটারবক্সে চিঠি ফেলতাম 

সেখানে অবশ্য একটা উদ্দেশ্য ছিল 

বাবা-মা জ্যাঠা-জ্যেঠি মাসি-পিসি ঠাকুরমা-দিদিমা

সবাই উত্তর দিতো 

তারা আজ আর কেউ নেই 

কেউ থাকে না চিরকাল 

অন্যকে জায়গা ছেড়ে দিতে হয় 

সে টিকে থাকতে পারে কিনা পিসিমাদের মতো 

ঠাকুরমা-দিদাদের মতো, বাবা-মায়ের মতো, 

বন্ধুর মতো, সেটাই দেখার

এক অদৃশ্য সুগন্ধ ফিরে আসে কিনা সেটাই দেখার। 


বেহালার পিসিমার বাড়িতে একটা টিয়া ছিল

খাঁচা বন্দি 

আমি লাল লঙ্কা খাওয়াবো ব'লে অনেক চেষ্টা করেছিলাম 

ও উড়তে পারতো না 

পিসিমাকে বলেছিলাম ওকে ছেড়ে দাও 

ঘুরে বেড়াক সারা বাড়ি

একবার পিসিমার বাড়ির আঁশফল গাছের মাথায় 

চ'ড়ে বসলাম 

পিসিমা ভয়ে সারা পাড়ার লোক ডাকলো 

আমি মনের সুখে বড় বড় মিষ্টি আঁশফল খেতে খেতে দিব্যি নেমে এলাম ।

এখন শুধু স্মৃতির অরণ্য 

নানা প্রজাতির গাছের আড়ালে এখন শুধুই করাতের শব্দ কানে আসে । 


*******

#দীপকমুখোপাথ্যায়

২৮০৫২০২২