Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনামঃ মনুষ্যত্ব মর্মে কলমেঃ কনক লতা মন্ডল তারিখঃ ২৭/০৫/২০২২ খ্রিঃস্বরবৃত্ত (৪+৪+৪+৩)
মানব কুলে জন্ম নিলে হয় না মানুষ ভবের মাঝ,কর্ম গুণে অমর হবে মানব সেবা করে আজ।মানুষ হতে দিবা - রাত্রি করছে সবাই লড়াই ত্রাস, …

 


সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনামঃ মনুষ্যত্ব মর্মে 

কলমেঃ কনক লতা মন্ডল 

তারিখঃ ২৭/০৫/২০২২ খ্রিঃ

স্বরবৃত্ত (৪+৪+৪+৩)


মানব কুলে জন্ম নিলে হয় না মানুষ ভবের মাঝ,

কর্ম গুণে অমর হবে মানব সেবা করে আজ।

মানুষ হতে দিবা - রাত্রি করছে সবাই লড়াই ত্রাস, 

পরের ধনে পোদ্দারি যে করছে আজি সর্বগ্রাস।


মনুষ্যত্ব মর্মে বাজে সুরে কাঁদে নিত্য ভয়,

সত্য পথে ন্যায়ে চললে তবে হবে সকল জয়।

দুঃখীর পাশে থাকে হেসে বিপদ এলে সামাল দেয়, 

ভীতু লোকের কাছে গিয়ে সাহস দিয়ে বুকে নেয়।


মানবতার হাত বাড়িয়ে তারা খাঁটি মানুষ হয়,

অসহায়ের সেবা করলে মনের মাঝে শান্তি রয়।

প্রেমের মাঝে সকাল সাঁঝে প্রভুর নামে চলবে ভাই, 

প্রভুর কৃপায় সৃষ্টির সেরা মানব জীবন পেলে তাই।


খাবার দেবে ক্ষুধার্তকে তবে পাবে মুক্তির পথ,

জাত ভেদাভেদ ভুলে হৃদয় দুয়ার খুলে পাবে রথ।

হিংসা বিদ্বেষ ছেড়ে বাঁধো প্রেমের ডোরে পেতে বুক,

কাটবে আঁধার জ্বলবে বহ্নি শিখা ত্যাগে ভজি সুখ। 


সত্য পথে ন্যায়ের রথে কর্ম গুণে মর্ম হোক, 

ভালোবেসে কাছে টেনে ঘুচবে তবে মনের শোক। 

মনুষ্যত্বের মর্ম বাজে মানব ধর্মের চিত্ত দান,

মানবতা জেগে উঠুক বিবেক বীণা গাবে গান।