Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনামঃ_প্রিয়জনেরা বেঁচে থাকে মনেকলমে_রূপসী চৌধুরীতারিখ_২৮/০৫/২০২২
জীবন এক বহমান নদী।কালের স্রোতে ভেসে যায়,হারিয়ে যায়,কত প্রিয় মানুষ।কিন্তু মনের কোণে, স্মৃতি হয়ে,রয়ে যায় সবকিছু।সেসব স্মৃতি, ভালো -মন্দসু…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনামঃ_প্রিয়জনেরা বেঁচে থাকে মনে

কলমে_রূপসী চৌধুরী

তারিখ_২৮/০৫/২০২২


জীবন এক বহমান নদী।

কালের স্রোতে ভেসে যায়,

হারিয়ে যায়,কত প্রিয় মানুষ।

কিন্তু মনের কোণে, স্মৃতি হয়ে,

রয়ে যায় সবকিছু।

সেসব স্মৃতি, ভালো -মন্দ

সুখ -দুঃখের মিশ্রিত এক,

ভালোলাগার অনুভূতি।

হারিয়ে ফেলেছি কত প্রিয় মানুষ।

অথচ চোখ বুজে মনে করলেই

ফিরে আসে কত স্মৃতি।


বাবার স্নেহ,ভালোবাসা, শাসনে

যেখানে আমার বড়ো হওয়া,

সেই স্থান ছেড়ে চলে এসেছি কবেই!

বাবা তো কবেই চলে গেছেন,

ঘুমের দেশে।

তবু, আজও যখন মনখারাপের

দুপুরবেলায়, নিজের মত থাকা,

চোখ বুজে মেয়েবেলারর স্মৃতি রোমন্থন,

মনে পরে বাবার সমস্ত কিছু।

কখনো,চোখের কোন বেয়ে জল পরা,

কখনো বা ঠোঁটের কোণে হাসির ঝলক।

মনেই হয় না বাবা নেই,মনে হয়, এইতো 

বাবা আছে আমার মনে লুকিয়ে।

আমরা বাপবেটিতে মিলে যেনো

লুকোচুরি খেলছি।

আসলে প্রিয়জনেরা থেকেই যায় মনে।


কিংবা ধরো, জীবনের প্রথম প্রেম।

যে প্রেম, পেলো না মিলনের সার্থকতা।

ভুলতে কি পারা যায় তাকে কোনোদিনও।

হানা দেয় নাকি সে মনের মধ্যে?

সে তুমি থাকো না কেনো যতই সুখে।

 প্রিয়জনেরা কিন্তু থেকেই যায় মনে।


হয়তো নেই ই পৃথিবীতে,হয়তো বা 

হারিয়ে গেছে চেনা অচেনার ভীড়ে।

তবু যতদিন বেঁচে থাকা এই পৃথিবীতে

পরিবেশ বা পরিস্থিতি যতই পালটাক

প্রিয়জনেরা বেঁচে থাকে মনের কোণে।


 লজ্জা বা সংকোচে অনেককিছুই

পারা যায় না বলতে।

প্রথম প্রেম হয়তো রয়েই গেল মনে

জানতেই পারলো না ভালোবাসার মানুষটি

তারা কিন্তু থেকেই যায় মনে।

আসলে প্রিয়জনেরা হারিয়ে গেলেও

বেঁচে থাকে মনে।