Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনে বিক্ষোভ, জিএম এর নিকট ডেপুটেশন

বাবলু বন্দ্যোপাধ্যায়।     কোলাঘাটকোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষিত জল  প্রাচীর ভেদ করে রাস্তায় আসা বন্ধ , মেচেদা বাঁপুর খালের   নিম্ন অংশ পূর্ণ সংস্কার করার জন্য তাপবিদ্যুৎ কেন্দ্রের জল খালে ফেলানো বন্ধ, বিদ্যুৎ কেন্দ্রের সমস্…



বাবলু বন্দ্যোপাধ্যায়।     কোলাঘাট

কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষিত জল  প্রাচীর ভেদ করে রাস্তায় আসা বন্ধ , মেচেদা বাঁপুর খালের   নিম্ন অংশ পূর্ণ সংস্কার করার জন্য তাপবিদ্যুৎ কেন্দ্রের জল খালে ফেলানো বন্ধ, বিদ্যুৎ কেন্দ্রের সমস্ত জল পরিশ্রুত করে  আলাদা পাইপ  লাইন  করে নদীতে ফেলার ব্যবস্থা, সহ বেশ কয়েকটি দাবি নিয়ে সোমবার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটি  কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজারের কাছে বিক্ষোভের পাশাপাশি ডেপুটেশন  দিল।  ডেপুটেশনের প্রতিনিধি দলে ছিলেন কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র  নায়েক,হেয়াতুল হোসেন  জগন্নাথ মন্ডল প্রমুখ। ডেপুটেশনের সময় জেনারেল ম্যানেজার অপু মজুমদার  ছাড়া  ডেপুটি জেনারেল ম্যানেজার সিভিল অমিত পাল উপস্থিত ছিলেন। পরে সেচ   দপ্তরের এস ও উপস্থিতিতে শ্রীকৃষ্ণপুর মৌজায়  যেখানে ক্রশ বাঁধ দেওয়া হয়েছেে এই স্থান পরিদর্শন করেন।  কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার অপু মজুমদার বলেন আগামী বর্ষার  পূর্বে যে দাবী গুলি দেওয়া হয়েছে  তা গুরুত্বসহকারে দেখা হবে। কমিটির পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি দেখা না হলে আগামী ৫ই জুন বিশ্ব পরিবেশ দিনে  কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের  গেটের সামনে পুনরায় অবস্থানে  বসা হবে।