সংবাদদাতা,মালবাজার,২মে: ৩১ নম্বর জাতীয় সড়কের উপর বাইক এবং অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আহত হল ৫ জন। এদের মধ্যে দুই জন বাইকের আরোহী এবং তিনজন অ্যাম্বুলেন্সের লোক ছিলো।
স্থানীয় সূত্রে জানা, গেছে রবিবার দুপুরের পর ২.৪৫ মিনি…
সংবাদদাতা,মালবাজার,২মে: ৩১ নম্বর জাতীয় সড়কের উপর বাইক এবং অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আহত হল ৫ জন। এদের মধ্যে দুই জন বাইকের আরোহী এবং তিনজন অ্যাম্বুলেন্সের লোক ছিলো।
স্থানীয় সূত্রে জানা, গেছে রবিবার দুপুরের পর ২.৪৫ মিনিট নাগাদ একটি অ্যাম্বুলেন্স ডামডিম থেকে মালবাজারের দিকে যাচ্ছিলো আর একই সময়ে মালবাজার এর দিক থেকে একটি বাইকে দুই যুবক ডামডিমের অভিমুখে যাচ্ছিলো। ডামডিম পার করে আর্মি ক্যাম্পের সামনে জাতীয় সরকের উপর দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এরপর বাইক টি ছিটকে পরে বহুদুর।চুরমার হয় বাইকটি। গুরুতর আহত হয় বাইকে থাকা দুজন। পাশাপাশি অ্যাম্বুলেন্সটি জাতীয় সড়কের উপর উলটে যায়। অ্যাম্বুলেন্স এ থাকা তিন জনও গুরুতর আহত হয়। স্থানিয় মানুষজন এরপর আহতদের উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। সেখানেই চিকিৎসা চলছে বলে জানাগেছে।