Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দীঘায় তলিয়ে যাওয়া যুবক উদ্ধার

দিঘার সমুদ্র যখন ফুঁশতে শুরু করেছে তার মাঝেই ওল্ড দিঘার এক নম্বর ঘাটে একজন পর্যটক নিষেধাজ্ঞা অমান্য করে স্নান করতে নেমে গিয়েছিল তারপর তলিয়ে যায়। কোন রকমে প্রাণের ঝুঁকি নিয়ে নুলিয়া এবং পুলিশের কর্মীরা টিউব নিয়ে ঝাঁপ দিয়ে ত…

 


দিঘার সমুদ্র যখন ফুঁশতে শুরু করেছে তার মাঝেই ওল্ড দিঘার এক নম্বর ঘাটে একজন পর্যটক নিষেধাজ্ঞা অমান্য করে স্নান করতে নেমে গিয়েছিল তারপর তলিয়ে যায়। কোন রকমে প্রাণের ঝুঁকি নিয়ে নুলিয়া এবং পুলিশের কর্মীরা টিউব নিয়ে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করে। দীঘা স্টেট জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। পর্যটক এর নাম রহমান মোল্লা,কালিয়ানা বাড়ি, থানা হাড়োয়া,দক্ষিণ 24 পরগনা বাড়ি। এই ওল্ড দিঘার এক নম্বর ঘাট বরাবরের জন্য স্নানের নিষেধাজ্ঞা জারি করা আছে। তার মাঝখানে সকলের অলক্ষ্যে স্থানে নেমে যান এই পর্যটক।