Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দিঘার হোটেল ব্যালকনি থেকে পড়ে মৃত্য পর্যটকের

দিঘাঃ হোটেলের ব্যালকনি থেকে পড়ে গিয়ে মৃত্যু হল যুবকের। নিউ দিঘার ঘটনা। মৃত যুবকের নাম আব্দুল আলিম (২২)। বাড়ি নিউ ব্যারাকপুর থানার বদাইয়ে। পেশায় কারখানা শ্রমিক। আলিম শুক্রবার বন্ধুদের সঙ্গে দিঘায় আসেন। ১৩ জনের ওই দলে বেশ কয়েকজন পড়…দিঘাঃ হোটেলের ব্যালকনি থেকে পড়ে গিয়ে মৃত্যু হল যুবকের। নিউ দিঘার ঘটনা। মৃত যুবকের নাম আব্দুল আলিম (২২)। বাড়ি নিউ ব্যারাকপুর থানার বদাইয়ে। পেশায় কারখানা শ্রমিক। আলিম শুক্রবার বন্ধুদের সঙ্গে দিঘায় আসেন। ১৩ জনের ওই দলে বেশ কয়েকজন পড়ুয়াও রয়েছে। নিউ দিঘার একটি হোটেলে উঠেছিল তারা। মৃতের বন্ধু আশিক, বাবুসোনা, মহিম, সোয়েব বলে, আমরা রাতে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কখন কি ঘটেছে ঠিক জানি না। ভোর সাড়ে চারটা নাগাদ সূর্যোদয় দেখতে যাওয়ার জন্য উঠি। আলিমকে ডাকতে গিয়ে দেখি ও ঘরে নেই। খোঁজাখুঁজি করে নীচে পড়ে থাকতে দেখি।' ঘটনার তদন্তে নেমেছে দিঘা থানার পুলিশ।