Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বাভাবিক ছন্দে, পর্যটকদের উপচে পড়া ভীড় দিঘায়

দিঘাঃ স্বাভাবিক রয়েছে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘা।মঙ্গলবার সকাল থেকে দিঘার সমুদ্রতটে দেখা গেলো পর্যটকদের ভীড়। তবে সমুদ্রে নামার ক্ষেত্রে পুলিশি বাধা। আবহাওয়া দপ্তর জানিয়েছিলো, বঙ্গোপসাগরের উপর ঘনীভূত নিম্নচাপের ফলে সোমবার…



দিঘাঃ স্বাভাবিক রয়েছে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘা।মঙ্গলবার সকাল থেকে দিঘার সমুদ্রতটে দেখা গেলো পর্যটকদের ভীড়। তবে সমুদ্রে নামার ক্ষেত্রে পুলিশি বাধা। আবহাওয়া দপ্তর জানিয়েছিলো, বঙ্গোপসাগরের উপর ঘনীভূত নিম্নচাপের ফলে সোমবারের পাশাপাশি মঙ্গলবার থেকে ভারি থেকে অতিভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভবনা রয়েছে। সোমবার দিনভোর বিক্ষিপ্তভাবে বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া হলেও মঙ্গলবার সকালের ছবি কিন্তু একেবারে উলটো। সকাল থেকে রৌদ্রোজ্জ্বল পরিবেশ। সকালে দিঘার মনোরম পরিবেশ উপভোগ করতে দিঘার সমুদ্রতটে পর্যটকদের ভীড়। পর্যটকরা যাতে গাড়োয়াল টপকে সমুদ্রে নামতে না পারে তার জন্য সবুজ দড়ি দিয়ে যেমন ঘাটে ঘাটে সীমা রেখা টেনে দেওয়া হয়ছে তেমনি কর্মরত সিভিল ডিফেন্স এর কর্মীরা বাঁশি বাজিয়ে সমুদ্রতট থেকে পর্যটকদের সরিয়ে দিচ্ছে। আর পাঁচটা দিনের মতো এদিন সকাল সকাল সমুদ্র লাগোয়া ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে বসেছে। সমুদ্রতটের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেড়াচ্ছে ঘোড়া। আর সেই ঘোড়ায় চড়ে আনন্দ উপভোগ করছেন ছোট থেকে বড় সকলেই। এককথায় বলা যায় আর পাঁচটা দিনের মতো মঙ্গলবার স্বাভাবিক ছন্দে দিঘা।।