Page Nav

HIDE

Post/Page

May 23, 2025

Weather Location

Breaking News:

পাঁশকুড়ায় বিদ্যুৎ গ্রাহকদের অবস্থান

বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাটকয়লার দাম কমায়  বিদ্যুৎ মাশুল ৫০  শতাংশ কমানো, লোডশেডিং ও  লো ভোল্টেজ বিষয়টি  তৎপরতার সঙ্গে দেখা, গৃহস্থদের  অত্যান্ত ১০০ ইউনিট ছাড় দেওয়া,  সহ ১৪ দফা দাবি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায়…



বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাট

কয়লার দাম কমায়  বিদ্যুৎ মাশুল ৫০  শতাংশ কমানো, লোডশেডিং ও  লো ভোল্টেজ বিষয়টি  তৎপরতার সঙ্গে দেখা, গৃহস্থদের  অত্যান্ত ১০০ ইউনিট ছাড় দেওয়া,  সহ ১৪ দফা দাবি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় বিদ্যুৎ গ্রাহক সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিকসিটি কনজ্যুমার এসোসিয়েশন  বুধবার পাঁশকুড়া কাস্টম কেয়ারের স্টেশন  ম্যানেজারের  কাছে অবস্থান-বিক্ষোভ দেখালো। অবস্থান-বিক্ষোভে  নেতৃত্ব দেন  প্রদীপ দাস ,  নারায়ন নায়েক, সুবীর মাইতি, নিলয় খাটুয়া প্রমূখ । পাঁশকুড়া ছাড়া কোলাঘাট বিবেকানন্দ মোড়,  তমলুকেও ও বিক্ষোভ কর্মসূচি হতে দেখা যায় । উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি জয় মোহন পাল।