Page Nav

HIDE

Post/Page

May 17, 2025

Weather Location

Breaking News:

মুখ্যমন্ত্রী আচার্য হওয়ার প্রশ্নে কটাক্ষ প্রধানমন্ত্রীকে

প্রধানমন্ত্রী বিশ্বভারতীর আচার্য হতে পারে, তাতে দোষ নেই, মুখ্যমন্ত্রীকে যদি রাজ্য সরকার  আচার্য করে তখন  তাদের দুঃখ।এরকম দ্বিচারিতা রাজনীতি ঠিক নয়। শুক্রবার হলদিয়ার কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে শ্রমিক সমাবেশে প্রবেশের আগে সাংবাদি…



প্রধানমন্ত্রী বিশ্বভারতীর আচার্য হতে পারে, তাতে দোষ নেই, মুখ্যমন্ত্রীকে যদি রাজ্য সরকার  আচার্য করে তখন  তাদের দুঃখ।এরকম দ্বিচারিতা রাজনীতি ঠিক নয়। শুক্রবার হলদিয়ার কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে শ্রমিক সমাবেশে প্রবেশের আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। বৃহস্পতিবার  রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সমস্ত সরকারি  বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী। আর এই ঘোষনার পর গতকাল বাজকুলে এক অনুষ্ঠানে উপস্থিত  হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, আমরা সমস্ত  বিজেপি বিধায়করা সর্ব শক্তি দিয়ে  মুখ্যমন্ত্রী আচার্য হওয়ার প্রতিরোধ করবো। সেই কথার   পালটা জবাব কুনালের।।