Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

'ঈদ-উল-ফিতর' উপলক্ষে ৩ মে ২৩৪টি মেট্রো

দেবাঞ্জন দাস : ২ মে; কলকাতা: মেট্রো রেলওয়ে ‘ঈদ-উল-ফিতর’ উপলক্ষে ৩ মে (মঙ্গলবার) ২৩৪টি (১১৭ UP + ১১৭ DN) পরিষেবা চালাবে।দিনের প্রথম পরিষেবা শুরু হবে:- 
সকাল ৬:৫০ এ দমদম থেকে কবি সুভাষ, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর।সকাল ৬:৫৫ য়  দমদম…



দেবাঞ্জন দাস : ২ মে; কলকাতা: 

মেট্রো রেলওয়ে ‘ঈদ-উল-ফিতর’ উপলক্ষে ৩ মে (মঙ্গলবার) ২৩৪টি (১১৭ UP + ১১৭ DN) পরিষেবা চালাবে।

দিনের প্রথম পরিষেবা শুরু হবে:- 


সকাল ৬:৫০ এ দমদম থেকে কবি সুভাষ, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর।

সকাল ৬:৫৫ য়  দমদম থেকে দক্ষিণেশ্বর।

সকাল ৭ টায়  দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ।


দিনের  শেষ পরিষেবা :-

রাত ৯:২৮   দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ।

৯:৪০  দমদম থেকে কবি সুভাষ ,  কবি সুভাষ থেকে দমদম।

৯:৩০  কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর। 


পূর্ব-পশ্চিম মেট্রো পরিষেবা অপরিবর্তিত থাকবে।