নন্দীগ্রামঃ পাহাড়ের হিংলগঞ্জে এসেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে তিনি আসতেই পারেন। তবে বাম জমানার অশান্ত পাহাড়কে শান্ত করেছে তৃণমূল সুপ্রিমো মমতা। আর সেখানে অমিত শাহ রা প্ররোচনা ছড়িয়ে অশান্ত সৃষ্টির চেস…
নন্দীগ্রামঃ পাহাড়ের হিংলগঞ্জে এসেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে তিনি আসতেই পারেন। তবে বাম জমানার অশান্ত পাহাড়কে শান্ত করেছে তৃণমূল সুপ্রিমো মমতা। আর সেখানে অমিত শাহ রা প্ররোচনা ছড়িয়ে অশান্ত সৃষ্টির চেস্টা করলে তৃণমূল তা মেনে নেবে না। বৃহস্পতিবার তৃণমূল সরকারের ১১ বছরের বর্ষপূর্তি ও মা মাটি মানুষের তৃতীয় সরকার গঠনের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান নন্দীগ্রামে বি এম টি হাই স্কুলে অভিনন্দন ঞ্জাপন সভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত হয়ে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এমনই মন্তব্য করেন। তিনি আরও জানান, আগে ২১ শের বিধানসভা নির্বাচনের সময় বাংলার মানুষদের যেভাবে অপমান করেছিলেন আগে ক্ষমা চাক।তারপর বাংলার মানুষের সামনে বক্তব্য রাখবেন। পাশাপাশি আগামী ২৩ শের পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামের ১৭টি গ্রামপঞ্চায়েত ও দুটি পঞ্চায়েত সমিতি নিজেদের দখলে রাখার জন্য এখন থেকে সংগঠন মজবুত করার বর্তা দেন কুনাল। প্রয়োজনে রাজ্য নেতৃত্ব প্রতিনিয়ত সভা মিটিং মিছিলে হাজির থাকবে। কলকাতায় রানী রাসমণি রোডে বিজেপির সভা মঞ্চ থেকে শুভেন্দু ঘোষনা করেছিলো আগামী রবিবার নন্দীগ্রামে মিছিলের আয়োজন করা হবে। সেই প্রসঙ্গে কুনাল বলেন, মানসিক অবসাদে ভুগছে শুভেন্দু। যত মানুষ কাজ থেকে দূরে সরে যাচ্ছে ও ভুল বকছে। আগামী ২৪ শের লোকসভায় পূর্ব মেদিনীপুরের দুটি আসনই আমরা হারাবো। এদিন সভায় কুনাল ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন এজেন্ট তথা জেলাপরিষদের সহকারী সভাধিপতি সেখ সুফিয়ান, নন্দীগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি স্বদেশ দাস সহ অন্যান্যরা।