তমলুকঃ মা মাটি মানুষের সরকারের ১১ বছর পূর্ণ এবং তৃতীয় সরকারের প্রথম বর্ষপূর্তি। আর সেই বর্ষপূর্তির অন্যতম প্রকল্প " লক্ষ্মীর ভান্ডার" প্রকল্প। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজী ইনডোরে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে লক্ষ্ম…
তমলুকঃ মা মাটি মানুষের সরকারের ১১ বছর পূর্ণ এবং তৃতীয় সরকারের প্রথম বর্ষপূর্তি। আর সেই বর্ষপূর্তির অন্যতম প্রকল্প " লক্ষ্মীর ভান্ডার" প্রকল্প। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজী ইনডোরে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতাধীন মহিলাদের চেক প্রদান করেন। কলকাতার সাথে একযোগে রাজ্যের বিভিন্ন জেলায় এই পরিষেবা প্রদান করা হয়। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে তমলুকের সুবর্ণ জয়ন্তী ভবনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে জেলায় যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিষেবা থেকে বঞ্চিত ছিলো তাদের পরিষেবা প্রদান করা হয়।উপস্থিত ছিলেন জেলাশাক পূর্ণেন্দু মাজি, জেলা পুলিশ সুপার অমরনাথ কে, নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, জেলাপরিষদের সভাধিপতি দেবব্রত দাস, তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায়, হলদিয়া পুরসভার চেয়ারম্যান সুধাংশু সেখর মন্ডল সহ অন্যান্যরা।
এদিন জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানান, বর্তমান সরকারের ১১ বছরের উন্নয়ন মূলক প্রকল্পগুলি সাধারন মানুষ কিভাবে কোথায় পাবে, কোথায় কবে আবেদন করবে তা এই অনুষ্ঠানের মধ্যদিয়ে তা তুলে ধরা হচ্ছে।।