বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটভোট-পরবর্তী হিংসায় ভারতীয় জনতা পার্টির শহীদদের চিত্র প্রদর্শনী, শহীদ সম্মান নিধি সংগ্রহ , মানুষের সঙ্গে সৌভাদ্র বিনিময়ের কর্মসূচিতে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেল তমলুকে। রবিবার পূর্ব মেদি…
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
ভোট-পরবর্তী হিংসায় ভারতীয় জনতা পার্টির শহীদদের চিত্র প্রদর্শনী, শহীদ সম্মান নিধি সংগ্রহ , মানুষের সঙ্গে সৌভাদ্র বিনিময়ের কর্মসূচিতে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেল তমলুকে। রবিবার পূর্ব মেদিনীপুর জেলা তমলুক নগর মন্ডলের উদ্যোগে তমলুকের হাসপাতাল মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তপন ব্যানার্জি, জেলা সম্পাদক দেব কমল দাস, তমলুক নগর মন্ডলীর সভাপতি সুকান্ত চৌধুরী, ওই তমলুক পৌরসভার দুই কাউন্সিলর জয় দাস নায়েক, শর্বরী চক্রবর্তী, শংকর জানা অঞ্জন প্রামানিক, সোমা দে প্রমুখ নেতৃত্বে। এক সাক্ষাৎকারে সুকান্ত চৌধুরী বলেন আজকের এই কর্মসূচি থেকে সংগৃহীত অর্থ রাজ্য দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে।

 
 
 
