Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যান্সার রোগীদের জন্য চুল দান করলেন মেদিনীপুরের বাসিন্দা শিক্ষিকা সন্ধ্যা মল্লিক

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর...ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন মেদিনীপুর শহরের শরৎপল্লীর বাসিন্দা,শালবনী উচ্চ বিদ্যালয়ের ইংরেজীর শিক্ষিকা সন্ধ্যা মল্লিক।ক্যানসার রোগীদের চুল নিয়ে কাজ করা মুম্বাই-এর স্বেচ্ছাসেবী সংগঠন…



নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর...ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন মেদিনীপুর শহরের শরৎপল্লীর বাসিন্দা,শালবনী উচ্চ বিদ্যালয়ের ইংরেজীর শিক্ষিকা সন্ধ্যা মল্লিক।ক্যানসার রোগীদের চুল নিয়ে কাজ করা মুম্বাই-এর স্বেচ্ছাসেবী সংগঠন "মদত" ট্রাস্টের মাধ্যমে তিনি এই কাজটি করলেন। মঙ্গলবার গাইড লাইন মেনে নিজের চুল কেটে সেটাকে কুরিয়ার করে পাঠিয়ে দিলেন মদত ট্রাস্টের কাছে। যেসব ক্যানসারে রুগীদের কেমোথেরাপি চিকিৎসায় মাথার চুল উঠে যায় তাদের পরচুলার জন্য চুলের প্রয়োজন হয়।সন্ধ্যা মল্লিক এই কাজের জন্য নিজের মাথার শখের লম্বাচুলের বারো ইঞ্চির বেশি কেটে বিনুনি করা অবস্থায় পাঠালেন মদত ট্রাস্টে। সন্ধ্যা মল্লিক জানান, "আমরা মেয়েরা কতবার যে চুল কাটি আর নষ্ট করি তার ঠিক নেই,কিন্তু আমার সহকর্মী আল্পনা দেবনাথ বোস এবং তাঁর কন্যা মনীষিতা বোস বেশ কিছুদিন আগে এইভাবে ক্যানসার রোগীদের চুল দান করায় আমি ওঁদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে চুল দান করার বিষয়ে সিদ্ধান্ত নি"।এব্যাপারে তিনি তাঁর স্বামী শিক্ষক মানস কুমার বারুই সহ পরিবারের সবাইকে পাশে পেয়েছেন। সন্ধ্যা মল্লিক আরো জানান,তাঁর মাথার চুল যদি একজন ক্যানসার আক্রান্তের সাহায্যে লাগে তাহলে তিনি নিজেকে ধন্য মনে করবেন।আগামী দিনেও তিনি এভাবে মানুষের পাশে থাকতে চান।পাশাপাশি তিনি অন্যদেরও একাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।