Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ছান্দসিকের উদ্যোগে কবি প্রণাম

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর ..মেদিনীপুর শহরের সাংস্কৃতিক সংগঠন 'ছান্দসিক' উদ্যোগে অনুষ্ঠিত হলো কবিপ্রণাম অনুষ্ঠান। রবিবার সন্ধ্যায় অনুষ্ঠানটি বাচিক শিল্পী ও সংগঠনের অন্যতম সদস্যা শশুক্লা মুখার্জীর বাসভবনে অনুষ্ঠিত হয়।

 


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর ..মেদিনীপুর শহরের সাংস্কৃতিক সংগঠন 'ছান্দসিক' উদ্যোগে অনুষ্ঠিত হলো কবিপ্রণাম অনুষ্ঠান। রবিবার সন্ধ্যায় অনুষ্ঠানটি বাচিক শিল্পী ও সংগঠনের অন্যতম সদস্যা শশুক্লা মুখার্জীর বাসভবনে অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা ও বিশিষ্ট কবি বিদ্যুৎ পাল মহাশয়, সংগঠনের সভাপতি তথা বিশিষ্ট নাট্যাভিনেতা শ্রী বিশ্বজিৎ কুণ্ডু, বিশিষ্ট বাচিক শিল্পী কৌস্তভ বন্দ্যোপাধ্যায়, সময় বাংলার কর্ণাধার জয়ন্ত মন্ডল, বিশিষ্ট যন্ত্র সংগীত শিল্পী প্রদীপ দাস, শুভাশীষ মুখার্জি,বিশিষ্ট নৃত্য শিল্পী সুজয়া হালদার,তিয়াশা মুখার্জি, বিশিষ্ট বংশী বাদক প্রসেনজিৎ সাউ, সঙ্গীত শিল্পী শিক্ষিকা ঝুলন মুখার্জী, পূষণ মুখার্জি প্রমুখ। ছান্দসিকের সদস্য-সদস্যারা ও অতিথিরা মনোজ্ঞ আবৃত্তি, নৃত্য,সঙ্গী যন্ত্র সংগীত উপস্থাপন করেন।

ছান্দসিকের পক্ষে উপস্থিত ছিলেন মৃদুলা ভূঁইয়া, জয়া মুখার্জী, শুক্লা মুখার্জী, শুভাশীষ মুখার্জী, জয়তী কুণ্ডু, সোমপ্রিয়া বিশ্বাস, তিয়াশা মুখার্জীর ,সুমন ঘোষ সহ অন্যান্যরা। বিশ্বজিৎ কুন্ডু ও শ্রাবনী নাগ দারুণভাবে "কর্ণ কুন্তী সংবাদ" উপস্থাপন করে সকলের মন জয় করে নেন। অনুষ্ঠান রূপায়ণে বিশেষ ভাবে সহযোগিতা করেন সংস্থার শুভানুধ্যায়ী গুরুপদ ঘোষ।